রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। আমিরশাহিকে প্রথম ম্যাচে ৯ উইকেটে হারিয়েছে তারা। অন্য দিকে, ওমানকে ৯৩ রানে হারিয়ে ছন্দে রয়েছে পাকিস্তানও। রবিবারের ম্যাচে যারা জিতবে তারাই এগিয়ে যাবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করার দিকে। ওমান ম্যাচে যাঁদের খেলিয়েছিলেন, সেই দলে কি কোনও বদল আনবেন ভারতের কোচ গৌতম গম্ভীর?
ভারতীয় কোচের আস্থা রয়েছে অলরাউন্ডারদের উপর। প্রথম ম্যাচে যা দেখা গিয়েছে, তাতে বদল আনার সম্ভাবনা বেশ কম। অবশ্য গম্ভীর বরাবরই চমক দিতে অভ্যস্ত। সে কথা মাথায় রেখেই পাকিস্তান ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিল আনন্দবাজার ডট কম।
১) অভিষেক শর্মা— এই ব্যাটারের উপরে বরাবরই আস্থা রয়েছে ভারতীয় দলের। আমিরশাহি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে আবার নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনার হিসাবে নামবেন।
২) শুভমন গিল— ওপেনার হিসাবে তাঁর জায়গাও পাকা। পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডারে ভরসা দিতে পারেন অভিজ্ঞ শুভমন। আগামী দিনে তিনিই হয়তো ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন। তার আগে রবিবারের ম্যাচ শুভমনের কাছে একটা পরীক্ষাও বটে।
৩) তিলক বর্মা— আমিরশাহি ম্যাচে তিনে সূর্যকুমার যাদব নেমেছিলেন ঠিকই, তবে ভারতের ব্যাটিং কোচের কথা মানলে, প্রথম তিনটি জায়গা নিয়ে তাঁরা নাড়াচাড়া করতে চান না। তাই তিলককেই তিনে নামানো হতে পারে। ভারত আগে ব্যাট করলে তিনি নিশ্চিত ভাবেই তিনে নামবেন।
৪) সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক হওয়ায় তাঁর দায়িত্ব বেশি। প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে নেতৃত্ব দিতে নামছেন। এই ম্যাচে ব্যাট হাতেও কিছু রান পেয়ে গেলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে তাঁর।
৫) সঞ্জু স্যামসন— শুভমন দলে থাকায় তাঁকে মিডল অর্ডারে নামতে হচ্ছে। তবে নতুন পজিশনে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকছে সঞ্জুর কাছে। তিনি একটি ভাল ইনিংস খেলতে পারলে রাতারাতি নায়ক হয়ে যেতে পারেন।
৬) হার্দিক পাণ্ড্য— এশিয়া কাপের দলে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা যাঁদের রয়েছে, তাঁদের একজন হার্দিক। তাঁর ব্যাটিং এবং বোলিং, দু’টিই পাকিস্তানকে বিপদে ফেলতে পারে। বিপক্ষের ক্রিকেটারদের ভাল করে চেনেন তিনি। এ সব ম্যাচে তাঁর আবেগও বাড়তি প্রেরণা জোগাতে পারে।
৭) শিবম দুবে— ব্যাটের হাত এমনিতেই ভাল ছিল। আমিরশাহি ম্যাচে শিবম বুঝিয়ে দিয়েছেন, বোলিংয়েও তিনি কম যান না। তাঁর স্লোয়ার বল পাকিস্তান ব্যাটারদের বিপদে ফেলতে পারে। এই ম্যাচে ভাল পারফরম্যান্স নায়ক বানিয়ে দিতে পারে তাঁকেও।
৮) অক্ষর পটেল— পাকিস্তানের দলে একাধিক বাঁ হাতি ব্যাটার রয়েছেন। তাঁদের বিরুদ্ধে কাজে লাগতে পারে অক্ষরের বোলিং। পাশাপাশি ব্যাটিংয়ের হাতও ভাল। বাকি ব্যাটারেরা ব্যর্থ হলেও অক্ষর দলকে ভরসার জায়গায় নিয়ে যেতে পারেন।
৯) কুলদীপ যাদব— চায়নাম্যান বোলার (বাঁ হাতি লেগ স্পিনার) হওয়ায় এমনিই তাঁর কাছে একটা বাড়তি সুবিধা রয়েছে। পাকিস্তানের ব্যাটারদের বিভ্রান্ত করার চেষ্টা করবেন কুলদীপ। এই পাকিস্তান দলে খুব বেশি ব্যাটার কুলদীপের বল খেলেননি। সেটা ভারতীয় স্পিনারের কাছে বাড়তি সুবিধা।
১০) বরুণ চক্রবর্তী— বলের বৈচিত্রই বরুণের আসল শক্তি। তার কোন বল কী ভাবে আসবে সেটা আগে থেকে বুঝতে পারেন না ব্যাটারেরা। কুলদীপের মতোই পাকিস্তানের তরুণ ক্রিকেটারেরা কোনও দিন বরুণের বোলিং খেলেননি। ফলে কেকেআর ক্রিকেটারের কাছে সুযোগ আছে দু’দলের মধ্যে তফাত গড়ে দেওয়ার।
১১) জসপ্রীত বুমরাহ— ভারতের বোলিংয়ের প্রধান শক্তি। বুমরাহ যে দলে থাকেন তারা আগেই এক কদম এগিয়ে থেকে নামে, এ কথা বলেন বিশেষজ্ঞেরাই। পাকিস্তানকে বার বার বিপদে ফেলেছেন বুমরাহ। রবিবার তিনি কেমন বোলিং করেন, তা দেখার জন্য মুখিয়ে সকলেই।