বাংলাদেশের কাছে হার হজম হচ্ছে না পাকিস্তানের কোচ মাইক হেসনের। হারের পর বাংলাদেশের মিরপুরের পিচকে দুষেছেন তিনি। হেসনের মতে, এই পিচ কখনওই আন্তর্জাতিক স্তরের নয়। এই ধরনের পিচে খেলে বাংলাদেশ নিজেদের পায়ে কুড়ুল মারছে বলেই মনে করেন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। ফখর জ়মান ৪৪ রান করলেও বাকিরা রান পাননি। টি-টোয়েন্টিতে এটা পাকিস্তানের সবচেয়ে কম রান। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজ়ুর রহমান মিলে ৫ উইকেট নেন। পরে রান তাড়া করতে নেমে পারভেজ় হোসেনের অর্ধশতরান ও তৌহিদ হৃদয়ের ৩৬ রানে ভর করে মাত্র ১৫.৩ ওভারে ৭ উইকেটে জেতে বাংলাদেশ।
ম্যাচের পর মিরপুরের পিচের উপর দায় চাপান হেসন। তিনি বলেন, “এই উইকেট আন্তর্জাতিক মানের নয়। এই ধরনের পিচে খেলে কোনও উন্নতি হবে না। সামনে এশিয়া কাপ। এই ধরনের পিচে খেলে ওখানে সফল হওয়া যাবে না। বাংলাদেশ হয়তো এই পিচে খেলে জেতে। তাই এই রকমের পিচ বানিয়েছে। কিন্তু এটা আদর্শ উইকেট নয়।”
আরও পড়ুন:
হেসনের মতে, নিজেদেরই ক্ষতি করছে বাংলাদেশ। ওদের উচিত, আরও ভাল পিচ তৈরি করা। তিনি বলেন, “বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ভাল পিচ তৈরি হয়। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে মন্থর ও নিচু বাউন্সের উইকেট হয়। ওরা নিজেদের সুবিধার জন্য করে। এতে ওরা নিজেদের পায়েই কুড়ুল মারছে। আমি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে আসিনি। কিন্তু আমার মনে হয়, এই ধরনের পিচ বানিয়ে সামনের দিকে এগোনো যাবে না।”
এই প্রথম নয়, ২০২১ সালে নিউ জ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই ধরনের উইকেটে খেলে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। সেই সময়ও পিচ নিয়ে অভিযোগ উঠেছিল। এ বার সেই দলে ঢুকল পাকিস্তানও।