টেস্ট বিশ্বকাপ ফাইনালের তৃতীয় দিন কালো ‘আর্মব্যান্ড’ বা বাহুবন্ধনী পরে খেলতে নেমেছেন দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা। বৃহস্পতিবার অহমদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানানোর জন্য অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামেন। খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতাও পালন করা হয়। একই ছবি দেখা গিয়েছে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচেও।
বৃহস্পতিবার অহমদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী এআই ১৭১। বিমানবন্দরের কাছেই বিজে মেডিক্যাল কলেজ এবং সিভিল হাসপাতালের হস্টেল ভবনে ধাক্কা খায় বিমানটি। সে সময়ে হস্টেলের মেস-এ খাবার খাচ্ছিলেন পড়ুয়ারা। সেখানেও একাধিক মৃত্যু হয়েছে। বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক, সাত জন পর্তুগিজ এবং এক জন কানাডিয়ান ছিলেন বিমানে। সব মিলিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
অন্য দিকে, ভারত এবং ভারত ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধায় নীরবতা পালন করেন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা। শুভমন গিল, অভিমন্যু ঈশ্বরণেরাও কালো বাহুবন্ধনী পরে খেলছেন।