আইপিএলের আসন্ন নিলামে নাম নথিভুক্ত করাতে পারেননি হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ককে নিষিদ্ধ করেছেন আইপিএল কর্তৃপক্ষ। ২০২৮ সালের আগে তিনি আইপিএল খেলতে পারবেন না।
২৫ বছরের ক্রিকেটার ২০২৩ সালে প্রথম আইপিএল খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সে বার ১১টি ম্যাচ খেলে ১৯০ রান করেন। একটি ম্যাচে শতরান করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। নিয়মিত হতে পারেননি প্রথম একাদশেও। ১৩ কোটি ২৫ লাখ টাকায় কেনা ব্যাটারকে ছেড়ে দেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। ২০২৪ সালের আইপিএলের বার তাঁকে ৪ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রতিযোগিতার আগে ব্রুক জানিয়েছিলেন, পারিবারিক কারণে খেলতে পারবেন না। গত নিলামেও ব্রুককে ৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। কিন্তু আইপিএল শুরু হওয়ার ১২ দিন আগে ব্রুক জানিয়ে দেন খেলতে পারবেন না। প্রতিযোগিতার আগে হঠাৎ সরে দাঁড়ানোর জন্য তাঁকে দু’বছরের জন্য নিলম্বিত (সাসপেন্ড) করেন আইপিএল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
আইপিএলের নিলামে দল পাওয়ার পর অনেক ক্রিকেটার খেলতে চান না। এতে দলগুলি সমস্যা পড়ে। তাদের পরিকল্পনা ধাক্কা খায়। তড়িঘড়ি বিকল্প ক্রিকেটারেরও ব্যবস্থা করতে হয়। অধিকাংশ সময়ই সম মানের ক্রিকেটার পাওয়া যায় না। দলগুলির সমস্যাকে গুরুত্ব দিয়ে, আইপিএলের গত নিলামের আগেই কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নেন। তা হল, কোনও ক্রিকেটার দল পাওয়ার পর যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাঁকে দু’বছরের জন্য নিলম্বিত করা হবে। তিনি আইপিএলে অংশ নিতে পারবেন না। ফলে ব্রুককেও নিলম্বিত করা হয়। ২০২৭ সাল পর্যন্ত ব্রুক আইপিএলে নিষিদ্ধ। সে কারণেই এ বার নিলামে নাম নথিবদ্ধ করাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে এই শাস্তি পেয়েছেন ব্রুক।