Advertisement
E-Paper

রোহিতের ধমক! দল বদলাতে চাওয়া যশস্বীর সিদ্ধান্ত বদল, কী বলেছিলেন শর্মা?

মুম্বই ক্রিকেট সংস্থাকে চিঠি লিখে রাজ্য ছাড়ার কথা জানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন যশস্বী। থেকে গিয়েছেন মুম্বইয়ে। কেন তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৩:২৮
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং যশস্বী জয়সওয়াল। ছবি: পিটিআই।

কয়েক মাস আগে মুম্বই ক্রিকেট সংস্থাকে চিঠি লিখে রাজ্য ছাড়ার কথা জানিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। চেয়েছিলেন অনাপত্তি শংসাপত্র (এনওসি), যাতে যোগ দিতে পারেন গোয়ায়। তবে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন যশস্বী। থেকে গিয়েছেন মুম্বইয়ে। তাঁর এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্য কারণ অবশেষে প্রকাশ্যে এল। যশস্বীর মত বদলানোর নেপথ্যে রয়েছেন রোহিত শর্মা, যিনি নিজেও মুম্বইয়ের ক্রিকেটার। খানিকটা ধমকই দিয়েছিলেন যশস্বীকে।

এই তথ্য প্রকাশ্যে এনেছেন এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক। ‘মুম্বই মিরর’কে তিনি বলেছেন, “রোহিতই যশস্বীকে বলেছিল কেরিয়ারের এই গুরুত্বপূর্ণ সময়ে মুম্বইয়ে থেকে যেতে। ৪২ বার রঞ্জি জিতেছে মুম্বই। এই দলের হয়ে খেলা কতটা গর্বের এবং সম্মানের, সেটাই যশস্বীকে বুঝিয়েছিল রোহিত। এটাও বলেছিল, মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলেই যে যশস্বীর উত্থান এটা যেন সে কোনও দিন না ভোলে। এই শহরের প্রতি ওর কৃতজ্ঞ থাকা উচিত। মুম্বইয়ের ময়দানেই যশস্বীর ক্রিকেট খেলা শুরু। তার পর মুম্বইয়ের সব বয়সভিত্তিক দলে খেলেছে।”

নায়েকের সংযোজন, “শুধু রোহিতই নয়, মুম্বই এবং ভারতের হয়ে খেলেছে এমন আরও কয়েক জনের সঙ্গে কথা বলে যশস্বী। এর পরেই এমসিএ-তে চিঠি পাঠিয়ে এনওসি তুলে নেওয়ার অনুরোধ করে। আমরা সেই অনুমতি দিয়েছি।”

সম্প্রতি ওভাল টেস্ট দেখতে গিয়েছিলেন রোহিত। সেখানে যশস্বীর সঙ্গে দেখা হয় তাঁর। পরে যশস্বী জানান, রোহিতের সঙ্গে কথাও হয়েছে তাঁর। যশস্বীকে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি।

২০১৯-এ মুম্বইয়ের হয়ে অভিষেক হয় যশস্বীর। ৪৩টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪২৩৩ রান করেছেন। ১৫টা করে শতরান এবং অর্ধশতরান রয়েছে। গত মরসুমের বিজয় হজারে ট্রফিতেও ফর্মে ছিলেন। ২০২১-২২ মরসুমে মুম্বইকে ফাইনালে তোলার পিছনে ছিল যশস্বীর টানা তিনটে শতরান।

Yashasvi Jaiswal Rohit Sharma Mumbai Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy