Advertisement
০৫ মে ২০২৪
Jhulan Goswami

Jhulan Goswami: বিশ্বকাপে বৃহস্পতিবার সামনে নিউজিল্যান্ড, পাকিস্তানের থেকেও লড়াই কঠিন, মত ঝুলনের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ১-৪ ব্যবধানে হেরেছে ভারত। তাদের বিরুদ্ধেই বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে তারা।

বৃহস্পতিবার কঠিন লড়াই ঝুলনদের

বৃহস্পতিবার কঠিন লড়াই ঝুলনদের ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৫:১৩
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সম্প্রতি এক দিনের সিরিজে ১-৪ ব্যবধানে হেরেছে ভারতের মহিলা দল। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। দলের অন্যতম পেসার ঝুলন গোস্বামী মনে করছেন, অনেক কঠিন হতে চলেছে তাঁদের লড়াই।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজেই জিতেছে ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে শক্ত গাঁট। ঝুলন বলেছেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঠিক জায়গায় বল করাই আমাদের প্রধান লক্ষ্য। মাঠটা খুব খোলামেলা। সব সময় হাওয়া দিচ্ছে। তাই কী করে এই পরিবেশ কাজে লাগাতে হবে, সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি।”

ঝুলনের সংযোজন, “আমার মনে হয় পূজা (বস্ত্রকর), মেঘনা (সিংহ), রেণুকা (সিংহ ঠাকুর), সিমরণ (বাহাদুর) সুযোগ পেলেই খুব ভাল ভাবে সেটা কাজে লাগিয়েছে। আশা করি এ ভাবেই ওরা খেলে যাবে।”

আগের ম্যাচের প্রসঙ্গে ঝুলন বলেছেন, “আমরা খুব ভাল করেছি। সঠিক জায়গায় বল রেখেছি। বিশেষত প্রথম ১০ ওভারে নিজেদের বোলিং নিয়ে আমরা খুবই খুশি। স্পিনাররা ভাল বল করেছে। বল ঘুরছিল। ওদের ১৫০-র কমে আটকে রাখা আমাদের পক্ষে বেশ ভাল কৃতিত্ব। তবে এই পরিবেশের সঙ্গে আগে থেকে মানিয়ে নেওয়া আমাদের অনেক সাহায্য করেছে। নিউজিল্যান্ড সিরিজকে ধন্যবাদ দেব। অনেক তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে পেরেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhulan Goswami ICC Women's World Cup BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE