Advertisement
E-Paper

৪৪ বলে ১০০! বাবরের রেকর্ড ভাঙলেন নওয়াজ়, নিউ জ়িল্যান্ডকে ৯ উইকেটে হারাল পাকিস্তান

ভেঙে দিলেন বাবর আজ়মের ৪৯ বলে করা শতরানের রেকর্ড। ইডেন পার্কে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল পাকিস্তান। ম্যাচের সেরা নওয়াজ়ই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৫:৫৯
Hasan Nawaz

উচ্ছ্বাস হাসান নওয়াজ়ের। ছবি: এএফপি।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান হাসান নওয়াজ়ের। শুক্রবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে শতরান করেন। ভেঙে দিলেন বাবর আজ়মের ৪৯ বলে করা শতরানের রেকর্ড। ইডেন পার্কে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল পাকিস্তান। ম্যাচের সেরা নওয়াজ়ই।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম দু’টিতে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন নওয়াজ়। এই সিরিজ়েই পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তরুণ ওপেনারের। প্রথম দু’টি ম্যাচে শূন্য করার পর তৃতীয় ম্যাচেই রেকর্ড গড়লেন তিনি। ১০৫ রান করে অপরাজিত রইলেন। ২০৫ রান তাড়া করে ম্যাচও জেতালেন দলকে।

ম্যাচ শেষে নওয়াজ় বলেন, “প্রথম দুই ম্যাচে যে ভাবে আউট হয়েছিলাম, তাতে হতাশ ছিলাম। কিন্তু অধিনায়ক এবং শাদাব (খান) আমার উপর ভরসা রেখেছিল। ওরা আমাকে বার বার বলেছিল, নিজের মতো খেলতে। শুক্রবার আমার লক্ষ্য ছিল এক রান নেওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রানটা করার পর অনেকটা চাপমুক্ত হয়ে গিয়েছিলাম।”

শুক্রবার নিউ জ়িল্যান্ড জিতলেই টি-টোয়েন্টি সিরিজ়টি জিতে যেত। কিন্তু তা হতে দিলেন না নওয়াজ়। প্রথমে ব্যাট করে নিউ জ়িল্যান্ড ২০৪ রান করে। ৯৪ রান করেন মার্ক চ্যাপম্যান। ১৮ বলে ৩১ রান করেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। তাঁদের দাপটেই ২০০ রানের গণ্ডি পার করে নিউ জ়িল্যান্ড।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেন হ্যারিস রউফ। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। দুর্দান্ত একটি ক্যাচও ধরেন রউফ। স্পিনার আবরার আহমেদ ৩ ওভারে ৪৩ রান দেন। তিনি দু’উইকেট নিয়েছেন। দু’টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি এবং আব্বাস আফ্রিদি। খুশদিল শাহ (১৮) এবং সলমন আঘ (১৩) এক ওভার করে বল করে প্রচুর রান দেন। তাঁরা কোনও উইকেট পাননি।

পাকিস্তানের সামনে ২০৫ রানের লক্ষ্য ছিল। গত দু’টি ম্যাচে হারা দল লক্ষ্যভ্রষ্ট হয়নি। নওয়াজ়ের ব্যাটে ভর করে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল তারা। তাঁকে সাহায্য করলেন মহম্মদ হ্যারিস (৪১) এবং তিন নম্বরে নামা সলমন আঘা (৫১)। হ্যারিস আউট হলেও নওয়াজ় এবং সলমন মিলে ম্যাচ জিতিয়ে দেন। সিরিজ় হারের হাত থেকেও শুক্রবার দলকে বাঁচিয়ে দেন তাঁরা।

Hasan Nawaz Pakistan New Zealand T20 Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy