Advertisement
E-Paper

‘এত পরিণত!’ ছাত্রের ১৪১ রানের ইনিংসে বিস্মিত যুবরাজ, গুরুর প্রশংসায় উচ্ছ্বসিত অভিষেকও

অভিষেক শর্মা যখন তাঁর অ্যাকাডেমিতে ছিলেন, তখন যুবরাজ সিংহ একটি নিদান দিয়েছিলেন। অন্তত ১০০ মিটার দূরে বল উড়ে গেলে তবেই ছয় ধরা হবে। না হলে আউট। সে ভাবেই অনুশীলন করতেন অভিষেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১০:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিজে হাতে তৈরি করেছেন অভিষেক শর্মাকে। তবু বিস্মিত যুবরাজ সিংহ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেকের ১৪১ রানের ইনিংস মুগ্ধ করেছে প্রাক্তন ক্রিকেটার। অভিষেক এতটা পরিণত হয়ে গিয়েছেন, তা ভাবতে পারেননি গুরু যুবরাজ।

শনিবার আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তরুণ ওপেনারের দাপটে ২৪৬ রান তাড়া করে জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাও আবার ন’বল বাকি থাকতে। ৫৫ বলের ইনিংসে অভিষেক মেরেছেন ১৪টি চার এবং ১০টি ছয়।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মারা যুবরাজ অভিষেকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আগ্রাসী মানসিকতা। ছক্কা মারায় দক্ষ করে তুলেছেন ছাত্রকে। অভিষেক যখন তাঁর অ্যাকাডেমিতে ছিলেন, তখন যুবরাজ এক নিদান দিয়েছিলেন। অন্তত ১০০ মিটার দূরে বল উড়ে গেলে তবেই ছয় ধরা হবে। না হলে আউট। তার জন্য যা যা করা দরকার সব করিয়েছেন অভিষেককে দিয়ে। যুবরাজ নিজে বোলারদের শাসন করতে ভালবাসতেন। তিনি চান, অভিষেকও একই ভাবে শাসন করুন বোলারদের। তাই বলে ৫৫ বলে ১৪১!

শনিবার পঞ্জাবের বিরুদ্ধে অভিষেকের ইনিংস দেখার পর যুবরাজ সমাজমাধ্যমে বলেছেন, ‘‘আহা, শর্মাজির ছেলে! ৯৮ রানের মাথায় সিঙ্গলস, আবার ৯৯ রানের মাথায় সিঙ্গলস! কত পরিণত হয়ে গিয়েছে। আমার দ্বারা বোধহয় হত না। দুর্দান্ত ইনিংস অভিষেক। ট্রেভিস হেডও দারুণ খেলেছে। এক সঙ্গে এই দুই ওপেনারের খেলা দেখা অসাধারণ অভিজ্ঞতা। শ্রেয়স আয়ারের ইনিংসটার কথাও বলতে হবে। শ্রেয়সও দারুণ খেলেছে।’’

২০২৪ সালে শতরানের মুখে দাঁড়িয়ে বড় শট নিতে গিয়ে আউট হয়ে গিয়েছিলেন অভিষেক। ছাত্রের সেই মানসিকতা খুশি করেনি যুবরাজকে। সে বার ছাত্রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যুবরাজ সমাজমাধ্যমে বলেছিলেন, ‘‘শুভ জন্মদিন অভিষেক স্যর। আশা করি, আগামী বছর আপনি বড় শট নেওয়ার পাশাপাশি আরও বেশি খুচরো রান নেওয়া চেষ্টা করবেন। আরও কঠোর পরিশ্রম করতে হবে।’’ যুবরাজ বুঝিয়ে দিয়েছিলেন, আগ্রাসী ব্যাটিং মানে শুধু চার-ছক্কা নয়। কখনও কখনও খুচরো রান নেওয়াও প্রয়োজন। নিজের এবং দলের ইনিংসের স্বার্থে খুচরো রান নিতে হয়। যুবরাজের সেই পরামর্শ মাথায় রেখেই শনিবার শতরান পূর্ণ করেছেন অভিষেক।

এ বার আর ছাত্রকে কোনও শিক্ষা দেওয়ার চেষ্টা করেননি যুবরাজ। নিখাদ প্রশংসায় ভরিয়েছেন। যা দেখে খুশি অভিষেকও। তরুণ ব্যাটার বলেছেন, ‘‘মনে হয় এই প্রথম বার উনি (যুবরাজ) বাড়তি কিছু যোগ না করে মন্তব্য করেছেন। উনি আমাকে নিয়ে গর্বিত। তাই আমারও খুব ভাল লাগছে।’’

Abhishek Sharma Yuvraj Singh SRH
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy