Advertisement
২৩ এপ্রিল ২০২৪
and Kumble

দুই ফর্ম্যাটের জন্য দুই চুক্তি চান বিরাটরা

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের মধ্যেই নতুন এক সংঘাতের আগুন জ্বলতে শুরু করেছে। বিস্ময়কর শোনালেও সত্যি— যুযুধান দুই গোষ্ঠী এ বার ভারতীয় বোর্ড ও ভারতীয় ক্রিকেট দল। সংঘাতের কেন্দ্রে রয়েছে প্লেয়ার্স কনট্র্যাক্ট অর্থাৎ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আর্থিক চুক্তিপত্র।

আলোচনা: চুক্তি নিয়ে কথা চলছে বিরাট-কুম্বলেদের। ফাইল চিত্র

আলোচনা: চুক্তি নিয়ে কথা চলছে বিরাট-কুম্বলেদের। ফাইল চিত্র

সুমিত ঘোষ
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৪:৩৫
Share: Save:

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের মধ্যেই নতুন এক সংঘাতের আগুন জ্বলতে শুরু করেছে। বিস্ময়কর শোনালেও সত্যি— যুযুধান দুই গোষ্ঠী এ বার ভারতীয় বোর্ড ও ভারতীয় ক্রিকেট দল। সংঘাতের কেন্দ্রে রয়েছে প্লেয়ার্স কনট্র্যাক্ট অর্থাৎ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আর্থিক চুক্তিপত্র।

সুপ্রিম কোর্ট-নিযুক্ত বোর্ডের পর্যবেক্ষকরা চুক্তির এই অর্থ বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ধোনি বা কোহালির মতো ‘এ’ গ্রেড ক্রিকেটারেরা পাচ্ছেন বার্ষিক ২ কোটি টাকা রিটেনার ফি। ‘বি’ গ্রেড পাবে বছরে ১ কোটি। আর ‘সি’ গ্রেড পাবে বছরে ৫০ লক্ষ।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ২ কোটি টাকার প্রস্তাবিত অঙ্ক মেনে নিতে রাজি নন। তাঁরা জানিয়ে দিয়েছেন, নতুন চুক্তি তাঁদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ক্রিকেটারেরা প্রস্তাব দিয়েছিলেন, ‘এ’ গ্রেডের জন্য ন্যূনতম টাকার অঙ্ক হোক বছরে ৫ কোটি।

বিশ্বস্ত সূত্রের খবর, খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটারদের প্রতিনিধি দলের সঙ্গে ফের বৈঠক হতে পারে বোর্ডের পর্যবেক্ষকদের। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল এক জন রবিবার রাতে আনন্দবাজার-কে বললেন, ‘‘আইপিএলের মধ্যে বা পরে বৈঠক হবে। তবে যত দিন না ফের বৈঠক হচ্ছে, চুক্তিপত্রে সই করবে না কেউ।’’ তাঁর কথা থেকেই পরিষ্কার, বিদ্রোহের আগুন ধিকিধিকি জ্বলতে শুরু করে দিয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের মূল কারণ, তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, জো রুট বা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার-রা তাঁদের চেয়ে অনেক বেশি টাকা পান নিজেদের দেশের বোর্ডের থেকে। কেউ কেউ এমন তথ্যও পেয়েছেন যে, আন্তর্জাতিক দলগুলোর মধ্যে বোর্ডের সঙ্গে চুক্তির টাকার অঙ্কে ভারতীয়রা রয়েছেন চার নম্বরে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে জো রুটের বা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে স্মিথ, ওয়ার্নার-দের চুক্তি অনুযায়ী, তাঁরা রিটেনার এবং ম্যাচ ফি মিলিয়ে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় করতে পারেন। সেখানে ধোনি বা কোহালির মতো মহাতারকা ভারতীয় বোর্ড থেকে বর্ধিত চুক্তিতেও রিটেনার এবং ম্যাচ ফি মিলিয়ে সর্বোচ্চ আয় করতে পারেন বছরে ৪-৫ কোটি টাকা মতো। এতটা বৈষম্য কেন হবে, সেই প্রশ্ন তুলেছেন ক্রিকেটারেরা। তাঁদের বোনাসের পরিমাণও অন্য দেশের চেয়ে কম বলে শোনা যাচ্ছে।

অতীতে গাওস্কর, কপিল দেব বা বেঙ্গসরকর অধিনায়ক থাকাকালীন বোর্ডের সঙ্গে আর্থিক বা বিজ্ঞাপনের চুক্তি নিয়ে সংঘাত বেধেছে। অধিনায়কদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও ছাড়েনি বোর্ড। এ বারে শোনা যাচ্ছে আর্থিক চুক্তি নিয়ে ক্রিকেটারদের দাবি-দাওয়ার দিকটা দেখছেন কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহালি।

আরও পড়ুন: দশম আইপিএলে আট দলের হয়ে কারা হতে পারেন গেমচেঞ্জার

ক্রিকেটাররা বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছেন। তাঁরা বলেছেন, দু’ধরনের ক্রিকেটের জন্য দু’টো চুক্তি করা হোক। একটা টেস্টের জন্য, অন্যটা সীমিত ওভারের ক্রিকেটের জন্য। দু’টো ফর্ম্যাটেই ‘এ’ গ্রেডের জন্য দেওয়া হোক ৫ কোটি টাকা করে। অর্থাৎ, চেতেশ্বর পূজারার মতো কেউ শুধু টেস্ট খেলেন। তিনি ‘এ’ গ্রেডে ৫ কোটি পেলেন। ধোনি শুধু ওয়ান ডে খেলছেন। তিনিও পেলেন ৫ কোটি। আবার কোহালি, অজিঙ্ক রাহানে বা অশ্বিনের মতো যাঁরা দু’ধরনের ক্রিকেটেই এখন অপরিহার্য, যাঁদের সারা বছর ধরে অনেক বেশি ধকল নিতে হচ্ছে, তাঁরা দুই ফর্ম্যাটেই ‘এ’ গ্রেড পেলে মোট আয় করতে পারবেন ১০ কোটি। যা জো রুট বা স্টিভ স্মিথদের কাছাকাছি। তেমনই কেউ টেস্টে ‘এ’ গ্রেড পেয়ে ওয়ান ডে-তে ‘বি’ গ্রেড চুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে সব মিলিয়ে তিনি আয় করতে পারবেন ৮ কোটি টাকা মতো।

আশা করা হচ্ছে, দু’পক্ষে সমঝোতা হয়ে একটা সমাধানসূত্রে বেরবে। তবে ২ কোটির এই প্রস্তাব যে ক্রিকেটারেরা মেনে নেবেনই না, বলে দেওয়া যায়। সিনিয়র ক্রিকেটারেরা এমনও বলাবলি করেছেন যে, ভারতীয় বোর্ড বিশ্বের ধনীতম ক্রিকেট সংস্থা। তাদের ক্রিকেটারদের নিয়ে বাণিজ্যিক বাজারে সবচেয়ে বেশি চাহিদা। এই কথা বলেই শ্রীনিবাসনের আমলে আইসিসি-র কাছ থেকে সর্বোচ্চ লভ্যাংশ পাওয়ার দাবি তুলেছিল ভারতীয় বোর্ড। তা হলে স্টিভ স্মিথ বা জো রুটের অর্ধেক টাকাও তাঁরা পাবেন না, সেটা কেমন করে হয়?

ভারতীয় ক্রিকেটারেরা এখন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করার চিন্তাভাবনাও শুরু করেছেন। অন্যান্য সমস্ত দেশে ক্রিকেটারদের চুক্তির টাকা বোর্ডকে ঠিক করতে হয় প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে। ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ায় চুক্তির অর্থ নিয়ে বোর্ডের সঙ্গে ভাল রকম দরাদরি হয়েছে। সুপ্রিম কোর্ট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গড়ার জন্য অনিল কুম্বলে-কে দায়িত্ব দিয়েছিল। কিন্তু কুম্বলে এখন কোহালিদের হেড কোচ। তাই অন্য কাউকে বাছতে হবে। যদিও ক্রিকেটারদের দূত হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেছেন কুম্বলেই। পরের বৈঠকে হেড কোচের সঙ্গে যোগ দিতে পারেন দুই সিনিয়র ক্রিকেটার। কোহালি ও অশ্বিন। এক জন ব্যাটে জেতান, অন্য জন বল হাতে। কার কথা ফেলবেন কর্তারা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli Anil Kumble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE