Advertisement
E-Paper

লাস্যময়ীকে পিঠে তুলে ‘নোবেল’ পেলেন রোনাল্ডো

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠেই সমর্থকদের বিদ্রুপের শিকার। চলতি মরসুমে ২৫টা গোল করে ফেললেও তীব্র ভাবে সমালোচিত। ক্লাবকে গত মরসুমে ট্রফি না এনে দিতে পারায়। সবচেয়ে বড় চোট, বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অরও কেড়ে নিয়েছেন বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী। তবু শনিবার সোশ্যাল মিডিয়া তো বটেই ফ্যাশন দুনিয়াও ঝড় তুলে দিলেন তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৬ ০৩:৪৪
রোনাল্ডো আর মডেল আলেসান্দ্রার ফোটোশ্যুট। ছবি: টুইটার।

রোনাল্ডো আর মডেল আলেসান্দ্রার ফোটোশ্যুট। ছবি: টুইটার।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠেই সমর্থকদের বিদ্রুপের শিকার। চলতি মরসুমে ২৫টা গোল করে ফেললেও তীব্র ভাবে সমালোচিত। ক্লাবকে গত মরসুমে ট্রফি না এনে দিতে পারায়। সবচেয়ে বড় চোট, বর্ষসেরা ফুটবলারের ব্যালন ডি’অরও কেড়ে নিয়েছেন বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী। তবু শনিবার সোশ্যাল মিডিয়া তো বটেই ফ্যাশন দুনিয়াও ঝড় তুলে দিলেন তিনি— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এক বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিনের কভারে রিয়াল মাদ্রিদ মহাতারকার সঙ্গে ব্রাজিলীয় সুপারমডেল আলেসান্দ্রা অ্যাব্রোসিওর নানা ভঙ্গির ছবি প্রকাশ হয় এ দিন। যেখানে কোথাও ‘ভিক্টোরিয়াস সিক্রেট’খ্যাত আলেসান্দ্রা পিঠে উঠে পড়েছেন রোনাল্ডোর। খোলা বুকে সিআর সেভেনের সদর্প সিক্স প্যাক ঝলসে উঠেছে। কোথাও পেশিবহুল শরীরে শুধু অন্তর্বাসে তাঁর বিখ্যাত সেলিব্রেশনের ভঙ্গিতে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকারকে জড়িয়ে ধরেছেন ‘টপলেস’ আলেসান্দ্রা। যে পত্রিকা নিখুঁত শরীরের জন্য রোনাল্ডোকে ‘নোবেল’ও দিয়ে দিল।

বলা হচ্ছে সম্ভবত গত বছর অক্টোবরে এই ম্যাগাজিনের শ্যুট করেছেন সিআর সেভেন ও আলেসান্দ্রা। যখন সোশ্যাল মিডিয়ায় তাঁদের ‘টপ সিক্রেট প্রজেক্ট’-এর শ্যুটিংয়ের কিছু ভিডিও পোস্ট করেছিলেন রোনাল্ডো। সিআর সেভেন তখন জানিয়েছিলেন, ‘‘সদ্য শেষ করলাম শ্যুটিংয়ে কাজ। আলেসান্দ্রার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ। এটা বলছি না যে শুটিংয়ে কি হয়েছে। এটা সিক্রেট। তবে আশা করছি সবার ভাল লাগবে।’’

সিআর সেভেনের শুটিং যে ভক্তদের মধ্যে তোলপাড় ফেলে দিয়েছে সেটা এ দিন সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। তবে এ দিন রোনাল্ডো যে ইঙ্গিত দিয়ছেন সেটা রিয়াল মাদ্রিদ ভক্তদের ভাল লাগবে না। এর আগে মার্কিন মুলুকের কোনও ক্লাবে খেলার সম্ভানার কথা অস্বীকার করেছেন রোনাল্ডো। তবে যে ম্যাগাজিনে রোনাল্ডোর ফটোশুট্যের ছবি বেরিয়েছে তাদেরই সাক্ষাৎকারে সিআর সেভেন বলেছেন, ‘‘আমার মাথায় টপ লেভেলে থেকে কেরিয়ার শেষ করার পরিকল্পনাই রয়েছে। ভাল ক্লাবে সম্মানের সঙ্গে কেরিয়ার শেষ করতে চাই। এর মানে এই নয় যে যুক্তরাষ্ট্র, বা কাতার বা দুবাইয়ে যাওয়াটা ভাল নয়। তবে আমার এ সব ক্লাবে খেলার সম্ভাবনা আপাতত নেই।’’

অবশ্য ভক্তদের বিদ্রুপের মধ্যেও সিআর সেভেন কিন্তু পাশে পাচ্ছেন এক জনকে। বিখ্যাত স্প্যানিশ ক্লাবের নতুন কোচ জিনেদিন জিদান কিন্তু তার দলের সেরা তারকার পাশেই দাঁড়াচ্ছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন রোনাল্ডোর পারফরম্যান্সে তিনি খুশি। চলতি মরসুমে দলকে ট্রফি এনে দেওয়ার যুদ্ধে যে পর্তুগিজ মহাতারকাই যে রিয়ালকে নেতৃত্ব দেবেন সে নিয়েও কোনও সন্দেহ নেই তাঁর। ‘‘রোনাল্ডো তো ভালই খেলছে। ওর উপর আমার পুরো সমর্থন রয়েছে। আমি ওর পারফরম্যান্সে তৃপ্ত। ও এমন এক জন ফুটবলার যে ম্যাচের রঙ বদলে দিতে পারে। আর আমার কাছে এখনও ও বিশ্বের সেরা।’’

এ সবের মধ্যে এখন রিয়াল সমর্থকদের নজর রবিবারের ম্যাচে। সমালোচনার কাঁটায় যে ভাবে ক্ষত-বিক্ষত হতে হচ্ছে তাতে অনেকেই মনে করছেন এ দিন দুর্বল স্পোর্টিং গিজর বিরুদ্ধে বের্নাবাওতে সিআর সেভেন বিস্ফোরণ হতেই পারে। তবে জিদান প্রতিপক্ষকে নিয়ে সতর্ক। তিনি বলেছেন, ‘‘আমাদের সেরাটা দিতে হবে। স্পোর্টিং ভাল খেলছে। যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা কিল করাটাই আমাদের উদ্দেশ্য। আমরা স্পোর্টিংয়ের জন্য ভয় পাচ্ছি এমন নয়, আবার এটাও বলছি না ম্যাচটা সোজা হবে।’’

যে সব ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড়। রোনাল্ডো আর মডেল আলেসান্দ্রা ফোটোশ্যুট করেন একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য।

যে ছবি টুইটার মাধ্যমে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy