Advertisement
০৪ মে ২০২৪
বেলের দুরন্ত গোলে চ্যাম্পিয়ন রিয়াল

উৎসবের রাতেই রোনাল্ডোর ইঙ্গিত দল ছাড়ার

দৃশ্যটা ভোলার নয়। বেল গোল করে উপুড় হয়ে শুয়ে। অভিনন্দন জানাতে ছুটে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

জুটি: মাঠে বান্ধবী জর্জিনাকে চুম্বন রোনাল্ডোর। ছবি: এপি

জুটি: মাঠে বান্ধবী জর্জিনাকে চুম্বন রোনাল্ডোর। ছবি: এপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৪:২০
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে করিম বেঞ্জেমার গোলকে অনেকেই বলছেন, ‘পরাবাস্তব’। ইউরোপ সেরা হওয়ার যুদ্ধে এমন উদ্ভট গোল দেখে রিয়াল ভক্তেরাও লজ্জিত। কিন্তু তাঁদের গ্লানি মুছেছেন গ্যারেথ বেল। ব্যাকভলিতে ২-১ করার মুহূর্তের সাক্ষী রায়ান গিগসের মতো কিংবদন্তির টুইট, ‘অবিশ্বাস্য’।

দৃশ্যটা ভোলার নয়। বেল গোল করে উপুড় হয়ে শুয়ে। অভিনন্দন জানাতে ছুটে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরো মরসুমই অনিয়মিত জিনেদিন জিদানের এই স্ট্রাইকার ফাইনালে মোট দু’টি গোল করলেন, এবং এমন মাহেন্দ্রক্ষণে অভিমান আড়াল না করে বলে ফেললেন, ‘‘এ বার সুযোগ পেলাম কই! এই গ্রীষ্মেই এজেন্টের সঙ্গে বসে ঠিক করতে হবে ভবিষ্যৎ।’’

শুধু কি বেল? রোনাল্ডোর কথাতেও যে রিয়াল ছাড়ার ইঙ্গিত, ‘‘এখন সময়টা উপভোগ করার। তবে কয়েক দিনেই এত কাল আমার পাশে থেকেছে যে ভক্তেরা, তাঁদের জানাব, উত্তরটা।’’ ফাইনালের পরে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, রিয়াল ছাড়ার ভাবনা আছে কি না। এমন প্রশ্নের এ হেন জবাবে ব্যথিত রিয়াল অধিনায়ক সের্খিয়ো র‌্যামোসও, ‘‘যদি সত্যিই মাথায় রিয়াল ছাড়ার ভাবনা থেকে থাকে, তা হলে ওর উচিত আজই সেটা ব্যাখ্যা করা। তবে এত ভাল জায়গা ক্রিশ্চিয়ানো কিন্তু পাবে না।’’ নেতার এমন প্রতিক্রিয়ায় রোনাল্ডো নিজেকে সামলে নিয়ে অবশ্য মন্তব্য করলেন, ‘‘এমন আনন্দের মুহূর্তে এ রকম না বললেও পারতাম।’’

শুধু তো রোনাল্ডো বা বেলের ক্লাব ছাড়ার ইঙ্গিত নিয়ে চাঞ্চল্য তৈরি হয়নি! ট্রফি হাতে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারের রসিক মন্তব্যেও হইচই, ‘‘এখন থেকে চ্যাম্পিয়ন্স লিগের নাম পাল্টে হোক, ‘সি আর সেভেন’ চ্যাম্পিয়ন্স লিগ। আমি পাঁচ বার ইউরোপ সেরা! গোলও করছি।’’

কিয়েভে শনিবার রোনাল্ডোর নামের পাশে কিন্তু কোনও সংখ্যা নেই। অথচ গত বারের ফাইনালে একাই করেন দু’গোল। কিয়েভে আবার জোড়া গোল করে নায়ক বেল। বলা হচ্ছে, এত দিনে তিনি রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়েছেন। ইস্কোর জায়গায় নেমে ২ মিনিট ২ সেকেন্ডই ব্যাকভলিতে ‘অবিশ্বাস্য’ গোল! উচ্ছ্বসিত জিদানও। এবং তাঁকে নিয়মিত না খেলানো নিয়ে খানিক অনুতাপও শোনা গেল রিয়াল-গুরুর গলায়, ‘‘আজ ও-ই তো পার্থ্যকটা গড়ে দিল। ওর দুঃখটা বুঝি।’’ এ বার কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোও ব্যাকভলিতে গোল করেন। যেমন গোল জিদানও করেছেন। তখন সাংবাদিকরা জানতে চান, কোনটা সেরা? মজা করেই জিদান বলেন, ‘‘অবশ্যই আমারটা।’’ শনিবারও একই প্রশ্নের সামনে পড়লেন রিয়াল কোচ। কোন গোলটা সেরা? তাঁর না বেলেরটা? এ বার একটুও না ভেবে জবাব, ‘‘অবশ্যই গ্যারেথের গোলটা অনেক বেশি ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cristiano Ronaldo Real Madrid Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE