প্রয়াত দিয়োগো জোটার পরিবার উপস্থিত ছিল অ্যানফিল্ডে। তাঁদের সামনেই ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে ২-১ জিতল লিভারপুল।
ম্যাচ শেষে জোটার সন্তানদের মাঠে নিয়ে আসেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফান ডাইক। গান শুরু হয়, ‘‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন।’’
জোটা এই দুই ক্লাবের হয়েই খেলেছিলেন। তাই জোটার পরিবারকে বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয় এই ম্যাচে। মাত্র ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ তারকা। কিন্তু তাঁর অবদান ভোলেননি কেউ। লিভারপুলের হয়ে এ দিন ৪১ মিনিটে গোল করেন ব্রায়ান গ্রাভেনবার্খ। তার এক মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান উইর্ৎজ়। লিভারপুলের হয়ে এটাই প্রথম গোল জার্মান তারকার। এই ক্লাবে সই করার পর থেকে একটিও গোল পাননি উইর্ৎজ়। শনিবারই প্রথম গোল এল লিভারপুল জার্সিতে।
ম্যাচ শেষে আপ্লুত জার্মান তারকা। বলেছেন, ‘‘লিভারপুল জার্সিতে এই গোলটা করে খুবই স্বস্তিবোধ করছি। সমর্থকেরা এই মুহূর্তটার জন্য অনেক দিন অপেক্ষা করেছেন। সকলকে অনেক ধন্যবাদ আমার উপরে বিশ্বাস করার জন্য।’’ যোগ করেন, ‘‘এই দিনটি আমাদের সকলের কাছে বিশেষ একটি দিন। আজ জোটার পরিবার মাঠে এসেছে। তাঁদের সামনে আমরা জিততে চেয়েছিলাম। ঈশ্বর আমাদের সকলের স্বপ্ন পূরণ করেছেন। জোটার আত্মার শান্তি কামনা করি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)