শিক্ষা-ক্ষেত্রে বেসরকারি পুঁজির বিরোধিতা করে এবং উন্নাও-কাণ্ডে দোষী বিজেপি নেতার উপযুক্ত শাস্তির দাবিকে সামনে রেখে রবিবার সংগঠনের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালন করল এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। জানুয়ারি ও ফেব্রুয়ারি জুড়ে এই সব বিষয়ে রাজ্য জুড়ে আন্দোলনেরও ডাক দিয়েছে তারা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেশের নানা প্রান্তের সঙ্গে কলকাতায় কেন্দ্রীয় দফতরে পতাকা উত্তোলন, আলোচনাসভা, রাজ্য জুড়ে মিছিল, সমাবেশ করেছে ডিএসও। থিয়োজ়ফিক্যাল সোসাইটিতে আয়োজিত আলোচনাসভায় যোগ দিয়ে ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছেন, “উন্নাও-কাণ্ডে বিজেপি নেতার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বাতিল করতে হবে ভিবিএসএ (বিকশিত ভারত শিক্ষা অধিস্থান বিল)। আরাবল্লি পর্বতমালাকে যে ভাবে পরিবেশ ধ্বংসকারী বৃহৎ পুঁজির হাতে তুলে দেওয়া হচ্ছে, আমরা তারও বিরুদ্ধে।” জাতীয় শিক্ষা-নীতি ২০২০ এবং রাজ্য শিক্ষা-নীতি ২০২৩ অবিলম্বে বাতিল করার দাবিও তুলেছেন নেতৃত্ব। বিভিন্ন কর্মসূচিতে ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব মণিশঙ্কর পট্টনায়ক, সমর মাহাতো, অপূর্ব মণ্ডল প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)