Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রথম দিনে দুই পদক, এগোচ্ছেন সাইনারা

এ ছাড়া ব্যাডমিন্টন, হকি, টেবল টেনিস, সাঁতারে কারা সফল হলেন বৃহস্পতিবার, কারা ভারতকে পদকের দিকে এগিয়ে দিলেন, কারাই বা ব্যর্থ হলেন, দেখে নেওয়া যাক—

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৪:১৭
Share: Save:

কমনওয়েলথ গেমসে প্রথম দিনই ভারোত্তোলনে দুরন্ত ভাবে শুরু করল ভারত। এ ছাড়া ব্যাডমিন্টন, হকি, টেবল টেনিস, সাঁতারে কারা সফল হলেন বৃহস্পতিবার, কারা ভারতকে পদকের দিকে এগিয়ে দিলেন, কারাই বা ব্যর্থ হলেন, দেখে নেওয়া যাক—

ভারোত্তোলন: মেয়েদের ৪৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই চানু। পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতলেন পি গুরুরাজা।

ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টে (সিঙ্গলস, ডাবলস-সহ মোট পাঁচটি বিভাগে লড়াই হয়) গ্রুপ পর্যায়ে শীর্ষ বাছাই সাইনা নেহওয়ালরা ৫-০ হারালেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে।

টেবল টেনিস: ভারতীয় খেলোয়াড়রা গ্রুপ পর্যায়ে দাপট দেখালেন। পুরুষদের বিভাগে নর্দার্ন আয়ার্ল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগো দুই দেশকেই ৩-০ হারায় ভারত। মেয়েদের বিভাগে সুতীর্থা মুখোপাধ্যায়, মৌমা দাসরা হারান শ্রীলঙ্কা এবং ওয়লসকে যথাক্রমে ৩-০ এবং ৩-১।

হকি: মেয়েদের বিভাগে ধাক্কা খেল ভারত প্রথম দিনই ২-৩ হেরে গিয়ে। বড় মঞ্চে এই প্রথম ওয়েলসের বিরুদ্ধে হারল ভারত।

বক্সিং: ৬৯ কেজি বিভাগে ভারতের মনোজ কুমার প্রি-কোয়ার্টারে উঠলেন নাইজিরিয়ার ওসিতা উমেহকে ৫-০ হারিয়ে।

স্কোয়াশ: দু’গেমে এগিয়ে থেকেও সৌরভ ঘোষাল হারলেন জামাইকার ক্রিস্টোফার বিনির বিরুদ্ধে। এ ছাড়া, অন্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে জোৎস্না চিনাপ্পা (৮), দীপিকা পাল্লিকল (৯), বিক্রম মলহোত্র (১৬ নম্বর বাছাই) প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

সাঁতার: ৫০ মিটার বাটারফ্লাই বিভাগে বীরধবল খাড়ে সেমিফাইনালে হেরে গেলেন। হিটে ২৪.৫২ সেকেন্ডে শেষ করে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। এ ছাড়া, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে শ্রীহরি নটরাজও সেমিফাইনালে উঠেছেন। তাঁর সময় ৫৬.৭১ সেকেন্ড।

শুক্রবার কমনওয়েলথ গেমসে

ব্যাডমিন্টন: ভারত বনাম স্কটল্যান্ড (সকাল ৯.৩০) বক্সিং: পুরুষদের প্রি-কোয়ার্টার, নমন তনওয়ার বনাম হারুনা মাহান্দো (তানজানিয়া) (সকাল ৯টা), অমিত বনাম তেতেহ সুলেমানু (ঘানা) (দুপুর ২.৩২) হকি: মেয়েদের গ্রুপ পর্যায়ের ম্যাচ। ভারত বনাম মালয়েশিয়া (সকাল ১০টা) ভারোত্তোলন: মেয়েদের ৫৩ কেজি, কুমুচাম সঞ্জিতা চানু (ভোর ৫টা), পুরুষদের ৬৯ কেজি, দীপক লাথার (সকাল ৯.৩০), মেয়েদের ৫৮ কেজি, রাউত সরস্বতী (দুপুর ২টো) স্কোয়াশ: মেয়েদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার, দীপিকা পাল্লিকল বনাম অ্যালিসন ওয়াটার্স (ইংল্যান্ড) (দুপুর ১-৩০)। জোৎস্না চিনাপ্পা বনাম তামিকা স্যাক্সবি (অস্ট্রেলিয়া) (দুপুর ১.৩০)। পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার, বিক্রম মলহোত্র বনাম নিক ম্যাথিউ (ইংল্যান্ড), (সকাল ৯.৩০) টেবল টেনিস: পুরুষদের দলগত বিভাগে প্রি-কোয়ার্টার (দুপুর ২টো), মেয়েদের কোয়ার্টার ফাইনাল (সকাল ১১.৩০)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE