Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
Pakistan Super League

চুল নিয়ে কটাক্ষ, ধারাভাষ্যকারদের একহাত নিলেন ডেল স্টেন

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন স্টেন।

স্টেনের এই চুল নিয়েই উঠেছিল প্রশ্ন।

স্টেনের এই চুল নিয়েই উঠেছিল প্রশ্ন। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৫
Share: Save:

তাঁর চুলের ধরন নিয়ে কটাক্ষ করেছিলেন ধারাভাষ্যকাররা। নেটমাধ্যমে তাঁদের একহাত নিলেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার সাফ জানিয়েছেন, কোনও ক্রিকেটারের জীবনযাত্রা নিয়ে মন্তব্য করার অধিকার কারওর নেই।

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন স্টেন। গত শুক্রবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসেছিলেন। লম্বা খোলা চুল দেখে সে সময় ধারাভাষ্যকার সাইমন ডুল মন্তব্য করেন, “চুল দেখে মনে হচ্ছে ওর জীবনের মাঝ বয়েসে এসে সঙ্কট তৈরি হয়েছে।” সহকারি ধারাভাষ্যকার যোগ করেন, “মনে হচ্ছে লকডাউনের চুল।”

প্রথমে টুইটারে সেই ভিডিয়োর উত্তর দিয়ে স্টেন লেখেন, “কোন ধারাভাষ্যকারের মনে হচ্ছে আমার জীবনে মাঝবয়েসে এসে সঙ্কট হয়েছে”। এরপর অন্য একটি টুইটে তাঁর সংযোজন, “যদি আপনাদের কাজ ক্রিকেটের ব্যাপারে কথা বলা হয়, তাহলে সেটাই করুন। যদি নিজের সময় ব্যবহার করে কারওর ওজন, যৌন পছন্দ, ধর্মীয় পছন্দ, জীবনযাত্রা বা চুলের স্টাইল নিয়ে মন্তব্য করেন, তাহলে বলে রাখছি, আপনাদের পাত্তা দেওয়ার মতো সময় আমার নেই।”

আর একটি টুইটে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। ওই ম্যাচে স্টেন দুটি উইকেট নিলেও তাঁর দল হেরে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE