Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

টি২০ ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বিধ্বংসী ওয়ার্নার

কেরিয়ার দীর্ঘায়িত করতে এর আগেও অনেক ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই রাস্তায় এ বার হাঁটতে চাইছেন ওয়ার্নারও।

টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা ভাবছেন ওয়ার্নার।

টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের কথা ভাবছেন ওয়ার্নার।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫২
Share: Save:

নিজের ক্রিকেটজীবন দীর্ঘায়িত করার জন্য টি টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার।

ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বিধ্বংসী অজি ওপেনার বলেছেন, “টি টোয়েন্টিতে আমরা পর পর দু’বার বিশ্বকাপ জিতেছি। এই ফরম্যাট থেকে আমি অবসর নিতে চাই। আগে অবশ্য ক্রীড়াসূচি দেখতে হবে। তিনটি ফরম্যাটে খেলে যাওয়া আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’’

কেরিয়ার দীর্ঘায়িত করতে এর আগেও অনেক ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই রাস্তায় এ বার হাঁটতে চাইছেন ওয়ার্নারও। তিনি বলেছেন, ‘‘আমার তিন সন্তান। স্ত্রী ওদের দেখভাল করে। ক্রিকেটের জন্য আমার পক্ষে সব সময়ে ঘুরে বেড়ানো সম্ভব হয়ে উঠছে না। যদি একটা ফরম্যাট থেকে আমাকে সরে দাঁড়াতে হয়, তা হলে আমি টি টোয়েন্টি ছাড়ার কথাই ভাবব।’’

আরও পড়ুন: বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে এই প্রাক্তন ভারতীয় ওপেনারের হাত

বিগ ব্যাশ লিগে প্রথম বার খেলছেন এবি ডিভিলিয়ার্স। ওয়ার্নার সরে দাঁড়িয়েছেন এই লিগ থেকে। বাঁ হাতি অজি ওপেনার বলছেন, ‘‘এ বার আমি বিবিএল খেলছি না। পরবর্তী সিরিজের জন্য নিজের মন ও শরীরকে সতেজ রাখার জন্যই সরে দাঁড়িয়েছি বিগ ব্যাশ থেকে।’’

আরও পড়ুন: দলে তিন ভারতীয়, তিন বাংলাদেশি, দেখে নিন আইসিসির অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা দল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

David Warner T 20 Australian Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE