সময়টা ২০১৪-১৫। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দেশিয় সিরিজের দ্বিতীয় ওয়ান ডের ঘটনা। যেখানে স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে ধরা পড়েছিল রোহিত শর্মা ইংরেজিতে কিছু বলছেন। তার জন্য তাঁকে শাস্তিও পেতে হয়েছিল। এতদিন পর সেই ঘটনার নেপথ্যে কী কারণ ছিল তা জানালেন ডেভিড ওয়ার্নার। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘‘আমি রোহিতকে কিছু একটা বলতে গিয়েছিলাম। কিন্তু ও নিজেদের ভাষায় কিছু বলে। আমি তখন ওকে বলি যেটা বললে সেটা ইংরেজিতে বল। কারন, তুমি যদি আমার জন্য কিছু বলে থাক তা হলে সেটা আমার বোঝা প্রয়োজন। আমি হিন্দি জানি না।’’
আরও পড়ুন