Advertisement
০৩ মে ২০২৪

ফিরছেন দীপক, মেন্ডি-লোবোর চোট নিয়ে ধোঁয়াশা লাল-হলুদ শিবিরে

এক বছর আগে এই কান্তিরাভা স্টেডিয়ামই দেখেছিল আই লিগ চ্যাম্পিয়নশিপের লড়াই৷ সে দিন বেঙ্গালুরুর মাটিতে সুনীলদের আটকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে শহরে ফিরেছিল মোহনবাগান৷ ঠিক এক বছর পর সেই কান্তিরাভাতেই আবারও প্রায় চ্যাম্পিয়নশিপের লড়াই৷

লাল হলুদের বড় ভরসা আজ যাঁরা। নিজস্ব চিত্র.

লাল হলুদের বড় ভরসা আজ যাঁরা। নিজস্ব চিত্র.

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১২:৫১
Share: Save:

এক বছর আগে এই কান্তিরাভা স্টেডিয়ামই দেখেছিল আই লিগ চ্যাম্পিয়নশিপের লড়াই৷ সে দিন বেঙ্গালুরুর মাটিতে সুনীলদের আটকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে শহরে ফিরেছিল মোহনবাগান৷ ঠিক এক বছর পর সেই কান্তিরাভাতেই আবারও প্রায় চ্যাম্পিয়নশিপের লড়াই৷ শুধু এ বার দলটি মোহনবাগানের জায়গায় ইস্টবেঙ্গল৷ সে দিনের মতো আজ আই লিগের শেষ ম্যাচ না হলেও এই ম্যাচের উপরই নির্ভর করে রয়েছে আই লিগের যাবতীয় হিসেব৷ সেদিন ড্র করেই চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান৷ আজ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ম্যাচ৷ হারলেই বিদায় ঘণ্টা না বাজলেও চলে যেতে হবে হিসেবের খাতার বাইরে৷ অন্য দিকে আজ জিতলেই প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বেঙ্গালুরু।

শনিবার ঘরের মাঠে শিবাজিয়ান্সের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সব হিসেব বদলে দিয়ে আই লিগ থেকে কার্যত ছিটকেই গিয়েছেন সনি, কাতসুমিরা৷ না হলে তার আগে পর্যন্ত এই আই লিগের লড়াই ছিল তিন দলের৷ মোহনবাগান আটকে যাওয়াতে সেই লড়াই এসে দাঁড়িয়েছে দু’দলের৷ ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু এফসির৷ আর সেই দু’দলের লড়াইয়ের আগে অ্যাওয়ে টিমকে আটকাতে সব রকম চেষ্টাই যে করবেন অ্যাশলে ওয়েস্টউড তা বলাই বাহুল্য৷ যদিও বেঙ্গালুরু রক্ষণে কার্ড সমস্যায় নেই ডিফেন্ডার জন জনসন৷ সেই সুযোগ কতটা নিতে পারেন র‌্যান্টিরা সেটা দেখার৷ যদিও মেন্ডির চোট চিন্তায় রেখেছে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে৷

তার থেকেও বড় মাথা ব্যথা অর্ণব মণ্ডলের দু’ম্যাচ নির্বাসন৷ যার ফলে বেঙ্গালুরু ম্যাচের পর স্পোর্টিং ম্যাচেও নেই দলের নির্ভরযোগ্য স্টপার৷ তাই বাধ্য হয়েই দলে ফেরাতে হচ্ছে বর্ষিয়ান ডিফেন্ডার দীপক মণ্ডলকে৷ আই লিগে একটি ম্যাচে কয়েক মিনিটই খেলার সৌভাগ্য হয়েছিল তাঁর৷ বিশ্বজিৎ ভট্টাচার্যের আস্থা অর্জন করতে ব্যর্থ দীপকেই এ বার ভরসা রাখতে হচ্ছে লাল-হলুদ কোচকে৷ এ বার তাই তিনি রাইটব্যাক থেকে আবার ফিরছেন স্টপারে, বেলো রাজ্জাকের পাশে৷ ইস্টবেঙ্গলে চোটের তালিকায় রয়েছেন কেভিন লোবোও৷ গতকাল অনুশীলনও করেননি তিনি৷ যার ফলে মাঝমাঠও ভাবাচ্ছে কোচকে৷ এমন অবস্থায় সুনীলদের তাঁদের ঘরের মাঠে হারাতে মরিয়া ঝাঁপ তো দিতেই হবে ইস্টবেঙ্গলকে৷

আরও পড়ুন:
ভাগ্য নির্ধারণের ম্যাচে বিশ্বজিতের চিন্তা রক্ষণ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal I League Bengalurur FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE