Advertisement
০৭ মে ২০২৪

প্রয়াত প্রবীনতম ক্রিকেটার দীপক সোধান

৮৭ বছর বয়সে প্রয়াত হলেন দীপক সোধান। দেশের সব থেকে বয়স্ক জীবিত ক্রিকেটার ছিলেন তিনি। আহমেদাবাদে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। সোধান ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। বলও করতেন বাঁ হাতে মিডিয়াম পেস।

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৭:৩০
Share: Save:

৮৭ বছর বয়সে প্রয়াত হলেন দীপক সোধান। দেশের সব থেকে বয়স্ক জীবিত ক্রিকেটার ছিলেন তিনি। আহমেদাবাদে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। সোধান ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। বলও করতেন বাঁ হাতে মিডিয়াম পেস। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি তাঁর প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। ১৯২৮র ১৮ অক্টোবর জন্ম। ১৯৫২ সালে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচে তাঁর টেস্ট অভিষেক হয়। তিনি সেই সময় ব্যাট করতে এসেছিলেন যকন ১৭৯ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো সমস্যায় ছিল ভারত। ১১০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২-১ এ সেই সিরিজ জিতে নিয়েছিল ভারত।

কিন্তু বেশি দিন খেলতে পারেননি তিনি। ১৯৫৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল তাঁর জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। তবে গুজরাত ক্রিকেটে তিনি ছিলেন বিশ্বস্ত ব্যাটসম্যান। ব্যাট ও বল হাতে রাজ্যকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি।

আরও খবর

ট্রায়াল চেয়ে আদালতে সুশীল কুমার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deepak Sodhan Oldest Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE