তিরন্দাজি বিশ্বকাপে একই দিনে জোড়া সাফল্য দীপিকা কুমারির। মহিলা রিকার্ভ দলের হয়ে সোনা জেতার পর স্বামী অতনু দাসের সঙ্গে জুটি গড়ে মিশ্র রিকার্ভ ইভেন্টেও সোনা জিতলেন তিনি। অলিম্পিক্সের আগে দীপিকার এই ছন্দ আশা জাগাচ্ছে।
রবিবার প্যারিসে স্টেজ ৩ বিশ্বকাপে মহিলা রিকার্ভ দলে দীপিকার সতীর্থ ছিলেন অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারি। বিশ্বকাপে এই জুটি যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু বিশ্বকাপে ফাইনালে রবিবার তাঁরা হারিয়ে দেন মেক্সিকোকে। ৫-১ ব্যবধানে হারানোর পথে একটি সেটও হারাননি তাঁরা। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে একই ইভেন্টে সোনা জিতেছিল এই জুটি। মোট ৬ বার সোনা জিতল মহিলা দল। প্রতিবারই দলে ছিলেন দীপিকা।
একমাত্র মহিলা তিরন্দাজ হিসেবে টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন দীপিকা। পুরুষ দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। সেই দলে রয়েছেন অতনুও।
🏹
— ARCHERY ASSOCIATION OF INDIA (@india_archery) June 27, 2021🥇Gold 🥇
🏹
#Recurve Women Team of @ImDeepikaK #ankitabhakat & #komalikabari defeated Mexico (5-1) and clinched GOLD MEDAL 🥇 at #WorldCup - #Paris #France@ntpclimited @MundaArjun @KirenRijiju @Media_SAI @ioaindia @IndiaSports #archery #indianarchery #ArcheryWorldCup pic.twitter.com/2d1vJfup7c