অবশেষে ঘরের মাঠে খেলব! যাদের বিরুদ্ধে ম্যাচ, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অবস্থা প্রায় আমাদের মতো। আমাদের নেট রান রেট একটু বেশি, এই যা।
এই যে দুটো ম্যাচ পরপর হারলাম আমরা, তার কারণ নিয়ে প্রচুর জল্পনা চলছে শুনেছি। আমাদের বোলিংয়ের কার্যকারিতা নিয়ে সন্দেহ উঠছে। এই অবস্থায় সবচেয়ে বড় কাজ হল টিমটা ঠিকঠাক তৈরি করা। তবে পাশাপাশি আমরা বিশ্বাস করি যে, প্লেয়িং অর্ডার অযথা পাল্টে লাভ নেই। আর এটাও মনে হয় যে, শুধু বোলিং নয়, ব্যাটিং আর বোলিং দুটো নিয়েই খাটতে হবে আমাদের।
আমাদের ব্যাটিং বিভাগে দুর্দান্ত সব প্লেয়ার আছে। অজিঙ্ক রাহানে, কেভিন পিটারসেন, স্টিভন স্মিথ, এমএস ধোনি, ফাফ দু’প্লেসিদের জন্য যে কোনও টিম লাফাবে। বিশেষ করে দু’প্লেসি এখন দারুণ ছন্দে। যদিও মনে হয় পুরো ব্যাটিং বিভাগের যন্ত্রের মতো কাজ করাটা সময়ের অপেক্ষা।