Advertisement
০৪ মে ২০২৪

‘পাপা আ জায়েঙ্গে খানা খা লো’

না খেলে বলা হত পাপা আ জায়েঙ্গে খানা খাও। যদি কোনও দুষ্টুমি করত তা হলে বলা হত, পাপা আ জায়েঙ্গ মত করো।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ২১:২৭
Share: Save:

বাবা হওয়া তাঁর ক্রিকেটার জীবনে কতটা পরিবর্তন এনেছে সেটা বড় নয় কিন্তু মানুষ হিসেবে তাঁকে অনেকটাই বদলে দিয়েছে জিভা। এক অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে এমএস ধোনি জানিয়েছেন, ‘‘আমি জানি না আমি ক্রিকেটার হিসেবে আদৌ বদলেছি কিনা, কিন্তু মানুষ হিসেবে অবশ্যই বদলেছি। কারণ কন্যা সন্তানরা বাবাদের খুব কাছের হয়।’’

এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আমার সব থেকে বড় সমস্যা ছিল, তিন বছর আগে ওর যখন জন্ম হয়েছিল আমি তখন সেখানে ছিলাম না। বেশিরভাগ সময় আমি ক্রিকেট খেলতাম। সেটা খুব খারাপ ছিল। আর ওকে সব সময় আমার নাম করে সব কিছু করানো হত। যেমন, না খেলে বলা হত পাপা আ জায়েঙ্গে খানা খাও। যদি কোনও দুষ্টুমি করত তা হলে বলা হত, পাপা আ জায়েঙ্গ মত করো।’’ কিন্তু সত্যি যখন ধোনি বাড়ি ফিরতেন জিভা ভয়ে দূরে থাকত।

কিন্তু এই আইপিএল-এ জিভা প্রায় সারাক্ষণই ধোনির সঙ্গে ছিল। জয়ের উৎসবেও অংশ নিয়েছে বাবার সঙ্গে। ধোনি বলেন, ‘‘ওর সঙ্গে আমার দারুণ সময় কাটে। ও পুরো আইপিএলটাই আমার সঙ্গে ছিল। ও চাইত সব সময় মাঠে নামতে। ওর কাছে ওটা লন মনে হত। আমাদের দলেও অনেক প্লেয়ারের ছেলে-মেয়েরা ছিল। সবার সঙ্গে জমে গিয়েছিল।’’

আরও পড়ুন
আফগানি স্পিন-হুঙ্কার ওড়ালেন কার্তিক

কিন্তু জিভা কতটা ক্রিকেট পছন্দ করে তা সম্পর্কে এখনও নিশ্চিত ধারণা নেই ধোনির। বলেন, ‘‘কিন্তু আমি একদিন ওকে ম্য়াচের পরের সাংবাদিক সম্মেলনে নিয়ে গিয়েছিলাম, দেখলাম আমার আগেই ও সব জবাব দিচ্ছে। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE