অধিনায়ক ধোনি। -নিজস্ব চিত্র।
সুনীল গাওস্কর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। সর্ব কালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন ক্যাপ্টেন কুল। উইজডেন ম্যাগাজিনের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হল ধোনিকে। যে দলে রয়েছেন গাওস্কর, কপিল, মহম্মদ আজহারউদ্দিনের মতো সফল অধিনায়করা। এই দলে জায়গা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভারতীয় একাদশে অবশ্য জায়গা করে নিয়েছেন সৌরভ। অধিনায়কত্ব থাকছে সেই ধোনির হাতেই।
এই দলে গাওস্করের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বীরেন্দ্র সহবাগকে। মাঝমাঠের দায়িত্বে থাকছেন রাহুল দ্রাবির, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। উইকেট কিপার হিসেবে থাকছেন স্বয়ং অধিনায়ক ধোনি। পেস আক্রমণ সামলাবেন কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান। স্পিনের দায়িত্বে থাকছেন অনীল কুম্বলে, বিষেন সিংহ বেদি। মহম্মদ আজহারউদ্দিনকে রাখা হয়েছে দ্বাদশ প্লেয়ার হিসেবে।
উইজডেন টেস্ট একাদশ: সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবির, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, এমএস ধোনি (অধিনায়ক, উইকেট কিপার), অনীল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, জাহির খান, বিষেন সিংহ বেদি, মহম্মদ আজহারউদ্দিন (দ্বাদশ প্লেয়ার)।
আরও খবর
বদলে ফেলা হল সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy