Advertisement
১১ মে ২০২৪
Mahendra singh dhoni selected as a captain

সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ধোনি

সুনীল গাওস্কর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। সর্ব কালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন ক্যাপ্টেন কুল। উইজডেন ম্যাগাজিনের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হল ধোনিকে।

অধিনায়ক ধোনি। -নিজস্ব চিত্র।

অধিনায়ক ধোনি। -নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:০৫
Share: Save:

সুনীল গাওস্কর, কপিল দেবদের ছাপিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। সর্ব কালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হলেন ক্যাপ্টেন কুল। উইজডেন ম্যাগাজিনের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হল ধোনিকে। যে দলে রয়েছেন গাওস্কর, কপিল, মহম্মদ আজহারউদ্দিনের মতো সফল অধিনায়করা। এই দলে জায়গা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভারতীয় একাদশে অবশ্য জায়গা করে নিয়েছেন সৌরভ। অধিনায়কত্ব থাকছে সেই ধোনির হাতেই।

এই দলে গাওস্করের সঙ্গে ওপেন করতে দেখা যাবে বীরেন্দ্র সহবাগকে। মাঝমাঠের দায়িত্বে থাকছেন রাহুল দ্রাবির, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ। উইকেট কিপার হিসেবে থাকছেন স্বয়ং অধিনায়ক ধোনি। পেস আক্রমণ সামলাবেন কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান। স্পিনের দায়িত্বে থাকছেন অনীল কুম্বলে, বিষেন সিংহ বেদি। মহম্মদ আজহারউদ্দিনকে রাখা হয়েছে দ্বাদশ প্লেয়ার হিসেবে।

উইজডেন টেস্ট একাদশ: সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবির, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, এমএস ধোনি (অধিনায়ক, উইকেট কিপার), অনীল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, জাহির খান, বিষেন সিংহ বেদি, মহম্মদ আজহারউদ্দিন (দ্বাদশ প্লেয়ার)।

আরও খবর

বদলে ফেলা হল সিনিয়র ক্রিকেট দলের নির্বাচক কমিটি

আনন্দ উৎসবে ‘বাঙালি স্বাদে’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra Singh Dhoni Test Team Captain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE