Advertisement
০৮ মে ২০২৪

প্যারিসের নতুন চমক হয়তো দি’মারিয়া

ইউরোপীয় ক্লাব ফুটবল বন্ধ থাকলেও পুরোদমে চলছে দলবদলের বাজার। যেখানে নতুন নতুন গুজব প্রায় প্রতিদিনই শোনা যায়। এ দিনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাঞ্জেল দি’মারিয়ার ভবিষ্যত্ হয়ে উঠল দলবদলের বাজারের অন্যতম তর্কের বিষয়। দি’মারিয়ার প্রতি ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে প্যারিস সাঁ জাঁ। নতুন মালিকানায় যাওয়ার পরে প্রতি মরসুমেই একটা করে তারকা নাম দলে যুক্ত করছে সাঁ জাঁ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৫ ০৩:১৬
Share: Save:

ইউরোপীয় ক্লাব ফুটবল বন্ধ থাকলেও পুরোদমে চলছে দলবদলের বাজার। যেখানে নতুন নতুন গুজব প্রায় প্রতিদিনই শোনা যায়। এ দিনও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যাঞ্জেল দি’মারিয়ার ভবিষ্যত্ হয়ে উঠল দলবদলের বাজারের অন্যতম তর্কের বিষয়।
দি’মারিয়ার প্রতি ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে প্যারিস সাঁ জাঁ। নতুন মালিকানায় যাওয়ার পরে প্রতি মরসুমেই একটা করে তারকা নাম দলে যুক্ত করছে সাঁ জাঁ। আগের মরসুমে চেলসির দাভিদ লুইজের জন্য ৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতেও পিছপা হয়নি ফরাসি ক্লাব। এ বার সাঁ জাঁর নজরে মার্কি নাম দি’মারিয়া।
ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, ম্যাঞ্চেস্টারের সঙ্গে দি’মারিয়া নিয়ে প্রাথমিক কথা সেরে নিয়েছেন সাঁ জাঁ কর্তারা। ৪৩ মিলিয়ন ইউরো দাম দিতে রাজি আছে ফরাসি ক্লাব। ম্যান ইউ তাতে সম্মতিও দিয়ে দিয়েছে। বাকি দল যুক্তরাষ্ট্রে প্রাক্ মরসুম সফরে থাকলেও, কোপা আমেরিকায় খেলছিলেন বলে এখনও ক্লাবের সঙ্গে যোগ দেননি দি’মারিয়া। রিয়াল মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টারে যোগ দিয়ে প্রথম কয়েক মাস অপ্রতিরোধ্য ফর্মে ছিলেন আর্জেন্তিনীয় উইঙ্গার। তবে মরসুম এগনোর সঙ্গে সঙ্গে ফর্ম হারাতে থাকেন তিনি। শেষ দিকে রিজার্ভ বেঞ্চেই বেশির ভাগ সময় বসে থাকতে হয়েছিল।

ম্যাঞ্চেস্টারের কোচ লুই ফান গল আগে বলেছিলেন যে দি’মারিয়া তাঁর ক্লাবেই থাকবেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। প্রথম দলে তাঁর ভবিষ্যত্ কী, তা নিয়ে এখন থেকেই ধন্দে দি’মারিয়া। যে কারণে ক্লাব ছাড়ার কথা ভাবছেন এক সময় লা লিগা মাতানো মহাতারকা। শোনা যাচ্ছে, তাঁকে প্রতি সপ্তাহে দু’লক্ষ পাউন্ড দিতে রাজি সাঁ জাঁ। ফান গল আবার নতুন স্ট্রাইকারের খোঁজে। তাঁর নজরে এডিনসন কাভানি, রবার্ট লেওয়ানডস্কির মতো স্ট্রাইকাররা। নতুন ডিফেন্ডারও নাকি নিতে পারেন ফান গল।

যাঁর বর্তমান টিমের সঙ্গে এ দিনই প্রথম অনুশীলন করলেন সতেরো বছর পরে বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। ম্যাঞ্চেস্টারের ইতিহাসে তিনিই প্রথম জার্মান ফুটবলার। নতুন ক্লাব নিয়ে ২০১৪ বিশ্বকাপজয়ীর মন্তব্য, ‘‘খুব গর্বিত লাগছে ম্যাঞ্চেস্টারের হয়ে খেলতে পেরে।’’ পুরো কেরিয়ার জার্মান বুন্দেশলিগায় কাটিয়ে দিলেও সোয়াইনস্টাইগার টিভিতে দেখতেন প্রিমিয়ার লিগের ম্যাচ। আর ইংলিশ ফুটবল তাঁর নাকি বরাবরের প্রিয়। ‘‘যখন সময় পেয়েছি ইপিএল ম্যাচ দেখেছি। প্রতিটা ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। খুবই উত্সুক প্রিমিয়ার লিগে খেলতে।’’ বিশেষ়জ্ঞদের মতে বায়ার্নের প্রাক্তন কোচ ফান গলের জন্যই নাকি ম্যাঞ্চেস্টারকে ‘হ্যাঁ’ বলেছেন সোয়াইনস্টাইগার। তবে জার্মান ফুটবলের আইকন বলছেন, ‘‘নতুন চ্যালেঞ্জ চেয়েছিলাম। ফান গল থাকায় অবশ্যই সুবিধা হবে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খুব বড় একটা ক্লাব। সবার স্বপ্ন থাকে এখানে খেলার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

paris saint germain di maria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE