Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঢাকার ডায়েরি

টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে ব্যাপারটা হল। শর্ট বলে তখন প্র্যাকটিস করছিল টিম ইন্ডিয়া। আচমকাই একটা বল লাফিয়ে বিরাট কোহলির কাঁধে এসে লাগে। কিছুক্ষণের জন্য কাঁধে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায় বিরাটকে। কিন্তু পরে সেটা তিনি খুলে ফেলেন। শোনা যাচ্ছে, চোট খুব গুরুতর নয়।

ফুটবলার বিরাট।

ফুটবলার বিরাট।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ১৬:২২
Share: Save:

বিরাটের চোট

টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে ব্যাপারটা হল। শর্ট বলে তখন প্র্যাকটিস করছিল টিম ইন্ডিয়া। আচমকাই একটা বল লাফিয়ে বিরাট কোহলির কাঁধে এসে লাগে। কিছুক্ষণের জন্য কাঁধে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায় বিরাটকে। কিন্তু পরে সেটা তিনি খুলে ফেলেন। শোনা যাচ্ছে, চোট খুব গুরুতর নয়।

ধোনির ড্রিবল, বিরাটের কর্নার

চোখ ধাঁধানো ড্রিবলিং দেখলে মুগ্ধ হয়ে যেতে হবে। মহেন্দ্র সিংহ ধোনি দুর্দান্ত ক্রিকেটার সবাই জানে, কিন্তু তিনি যে এত ভাল ফুটবলও খেলতে পারেন, কে জানত। এমনিতে টিম ইন্ডিয়া প্র্যাকটিস থাকলে ফুটবল খেলা হয়ে থাকে। সেখানে বডি ফেইন্ট থেকে ড্রিবলিং, কোনও কিছু বাদ দিলেন না ধোনি। বিরাট আবার কর্নার স্পেশ্যালিস্ট হয়ে গেলেন। যে ক’টা কর্নার নিতে হল, সবই বিরাট নিলেন।

প্র্যাকটিসে দুই অধিনায়ক।

রোহিতের সম্মান

রোহিত গুরুনাথ শর্মার মনে হচ্ছে, বাংলাদেশ রবিবাসরীয় যুদ্ধেও যথেষ্ট চমক দেওয়ার ক্ষমতা রাখে। রোহিত বলছিলেন, “ওদের যদি হারাতে হয়, আমাদের সেরা ক্রিকেট খেলা ছাড়া আর কোনও উপায় নেই। ওরা যে কোনও সময় চমকে দিয়ে যাবে।”

নই ’৯৬-এর শ্রীলঙ্কা

অকপটে স্বীকার করে গেলেন বাংলাদেশ কোচ হাতুরাসিংঘে। জিজ্ঞেস করা হয়েছিল যে, তাঁর টিমের উত্থানকে ’৯৬ বিশ্বকাপের শ্রীলঙ্কার সঙ্গে কোনও ভাবে তুলনা করা যায় কি না। হাতুরাসিংঘে মানলেন না। বললেন, “শ্রীলঙ্কার অভিজ্ঞতা তখন অনেক বেশি ছিল।”

বাবা ও ছেলে

রজার ও স্টুয়ার্ট। পদবী অবশ্যই বিনি। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে দু’জনকে একই সঙ্গে দেখা গেল। ছেলে নেটে। প্র্যাকটিস করছেন। বাবা দাঁড়িয়ে নির্নিমেষ দৃষ্টিতে তা দেখছেন। কারণ ছেলে ক্রিকেটার হলে বাবা তো জাতীয় নির্বাচক।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE