Advertisement
E-Paper

ঢাকার ডায়েরি

বৃষ্টি বাড়ি যা...যা তো বটে কিন্তু যাচ্ছে কোথায়? ফতুল্লা টেস্ট তৃতীয় দিনে পড়ল আজ। কিন্তু তিনটে দিনের মধ্যে সব জুড়েটুড়ে বোধহয় একটা দিন খেলা হল! শুক্রবার লাঞ্চের পর থেকে তিন বার ম্যাচ দফায় দফায় বন্ধ হল বৃষ্টিতে। শেষ পর্যন্ত বিকেল চারটে ১০ নাগাদ খেলা এ দিনের মতো বন্ধ হয়ে গেল। যা দেখে কেউ কেউ বলছেন, টেস্টেই এই তো ওয়ান ডে-তে কী হবে? ভারতের বিরুদ্ধে ওয়ান ডে আবার শুরু হচ্ছে জুনের মধ্যভাগে।

রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১৮:১০
মারমুখী রাহানে। নিজেকে বাঁচাতে মমিনুলের লাফ। ছবি: এপি।

মারমুখী রাহানে। নিজেকে বাঁচাতে মমিনুলের লাফ। ছবি: এপি।

বৃষ্টি বাড়ি যা...
যা তো বটে কিন্তু যাচ্ছে কোথায়? ফতুল্লা টেস্ট তৃতীয় দিনে পড়ল আজ। কিন্তু তিনটে দিনের মধ্যে সব জুড়েটুড়ে বোধহয় একটা দিন খেলা হল! শুক্রবার লাঞ্চের পর থেকে তিন বার ম্যাচ দফায় দফায় বন্ধ হল বৃষ্টিতে। শেষ পর্যন্ত বিকেল চারটে ১০ নাগাদ খেলা এ দিনের মতো বন্ধ হয়ে গেল। যা দেখে কেউ কেউ বলছেন, টেস্টেই এই তো ওয়ান ডে-তে কী হবে? ভারতের বিরুদ্ধে ওয়ান ডে আবার শুরু হচ্ছে জুনের মধ্যভাগে। তিনটে ওয়ান ডে-র একটাও শেষ পর্যন্ত হবে তো?

বিষয় বিজয়
বীরেন্দ্র সহবাগের খেলা তিনি দেখেছেন। কিন্তু বাংলাদেশের প্রাক্তন ওপেনার জাভেদ ওমরের মনে হচ্ছে, সাম্প্রতিকে ভারতের শ্রেষ্ঠ ওপেনার বিজয়ই। কারণ তাঁর বল ছাড়ার ক্ষমতা। ফতুল্লা টেস্টে ভাষ্যকারের কাজ করছেন প্রাক্তন বাংলাদেশ ওপেনার। এ দিন বলছিলেন, “এত ভাল ওপেনার ভারতে খুব কম এসেছে। শিখর, বিজয় দু’জনেই সেঞ্চুরি করেছে। কিন্তু শিখরের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওকে পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু বিজয়কে নয়। নিজে আউট না হতে চাইলে ওকে যেন নড়ানো যাবে না।”

নিয়মকানুনে যেন ভারত

এত দিন ছিল না, কিন্তু এ বার থেকে শুরু হয়ে গেল। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও নির্বাচকদের উপর কথা বলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে দিল বাংলাদেশ বোর্ড। যেটা এত দিন ভারতীয় সংসারে হতে দেখা গিয়েছে। জাতীয় টিমের পারফরম্যান্স কেন, বাংলাদেশ ক্রিকেট সম্পর্কিত কোনও ব্যাপারেই আর তাঁরা কথা বলতে পারবেন না।

আবার বাঙালি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্ব জীবন শুরু হয়েছিল এই বাংলাদেশ সফর দিয়ে। মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর ঋদ্ধিমান সাহা অস্ট্রেলিয়ায় একটা টেস্ট খেলেছিলেন গত বছরের শেষে। কিন্তু বাংলাদেশই তাঁর বলতে গেলে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। যতই সেটা এক টেস্টের হোক। যদিও তার প্রথম ইনিংসটা মনে রাখার মতো হল না। মাত্র ছ’রানে বাংলাদেশ লেগস্পিনার জুবের হোসেনের দুর্দান্ত গুগলিতে বোল্ড হয়ে ফিরে গেলেন।

এই সংক্রান্ত আরও খবর...

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাবল সেঞ্চুরি মিস করলেন ধবন

ড্রয়ের দিকে এগোচ্ছে বৃষ্টিবিঘ্নিত ফতুল্লা টেস্ট

তিন উইকেট পড়তেই জুবের-সাকিবকে নিয়ে মুহূর্তে উন্মত্ত ও পার বাংলা

indai bangladesh series dhaka diary rajarshi gangopadhyay diary of dahaka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy