Advertisement
E-Paper

কোহালির ‘উইনিং স্ট্রোকে’ কি বরফ গলল

ক্রিকেট মাঠে ধুন্ধুমার ফর্মের দাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজস্ব শিলমোহর লাগিয়ে দিয়েছিলেন। এ বার মাঠের বাইরেও ফর্মে ফিরলেন বিরাট কোহালি!অনুষ্কা শর্মার হৃদয়ে কামব্যাক করে!

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০৪:০৪

ক্রিকেট মাঠে ধুন্ধুমার ফর্মের দাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজস্ব শিলমোহর লাগিয়ে দিয়েছিলেন। এ বার মাঠের বাইরেও ফর্মে ফিরলেন বিরাট কোহালি!

অনুষ্কা শর্মার হৃদয়ে কামব্যাক করে!

অন্তত তেমনই শোরগোল পড়েছে বুধবার রাতে অনুষ্কা আর বিরাট একান্তে বান্দ্রার এক নামী রেস্তোরাঁয় ডিনার সারার পর।

এমনও শোনা যাচ্ছে, সাম্প্রতিককালের সবচেয়ে হাইপ্রোফাইল জুটির পুনর্মিলনের রাত বান্দ্রার রেস্তোরাঁয় শেষ না হয়ে গড়ায় মুম্বইয়ে সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস পর্যন্ত। যেখানে সলমন নিজে বিরাট-অনুষ্কাকে তাঁর নতুন ছবির পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ করেছিলেন। সেখানে গভীর রাত পর্যন্ত একসঙ্গে পার্টি করেন ‘বিরুষ্কা’। যার পর দু’জনের ফের কাছে আসা নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ নেই বলে মনে করছে দুই তারকার ঘনিষ্ঠমহল।

অথচ জনশ্রুতি মানলে সলমনের সঙ্গে এই ছবি সই করা নিয়েই নাকি দু’জনার দু’টি পথ সরে গিয়েছিল দু’দিকে! বিরাট নাকি বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলেন। অনুষ্কাকে অভিনয় ছাড়তে হবে বলে শর্তও দিয়েছিলেন। অন্য দিকে, অনুষ্কার কাছে সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কেরিয়ার। তিনি সলমনের নতুন ছবি সই করাতেই নাকি ফাটল বাড়ে।

বিরাট এবং অনুষ্কা কেউই এ নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত জল্পনা চলে তাঁদের সম্পর্কের ফাটল নিয়ে। অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে তাঁর মা-র সঙ্গে ছবি সহ বিরাটের কয়েকটা টুইট এবং অনুষ্কার তাঁকে টুইটারে ‘আনফলো’ করা যে জল্পনার পায়ের তলায় অনেকটা বাস্তবের জমি দিয়ে দেয়। এর পর ক্রিকেট মাঠেও অনুষ্কাকে আর সে ভাবে দেখতে পাওয়া যায়নি, যেমনটা গিয়েছিল গত বছর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ চলার সময়।

বেরোচ্ছেন বিরাট কোহালি, অনুষ্কা শর্মা। ছবি: ফেসবুক।

তবে অভিমানী বান্ধবীর সঙ্গে ভারতীয় টেস্ট অধিনায়কের দূরত্ব কমার একটা ইঙ্গিত ক’দিন আগে ফের টুইটারেই পাওয়া যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের পর অনুষ্কাকে আক্রমণ করে কিছু টুইট হওয়ায় রুখে দাঁড়িয়েছিলেন রিরাট। তীব্র পাল্টা আক্রমণে লিখেছিলেন, ‘‘ধিক্কার। ট্রোলদের লজ্জা হওয়া উচিত। অবিরাম অনুষ্কার পিছনে পড়ে আছেন। একটু মায়াদয়া দেখান। অনুষ্কা আমাকে সর্বদা শুধুই ভাল করার উৎসাহ জুগিয়েছে।’’

এর পর গতকাল রাতে বেশ কয়েক মাস পর ফের প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল দু’জনকে।

আরও পড়ুন...
সিলভার স্ক্রিনের ‘প্রেম’-ই কি প্রেমে ফেরালেন বিরাট-অনুষ্কাকে?

বান্দ্রার রেস্তোরাঁয় সেই সময় হাজির নৈশভোজকারীদের কয়েক জনের আঁখো দেখা হাল অনুযায়ী বিরাট ও অনুষ্কা আলাদা আলাদা গাড়িতে আসেন। তবে একসঙ্গে বসে ডিনার সারার সময় অনেকক্ষণ অন্তরঙ্গ কথা হয় দু’জনের। তাঁদের আচরণে কোনও জড়তাও ছিল না। এর পর অনুষ্কাকে তাঁর গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে নিজের গাড়িতে বেরিয়ে যান বিরাট। বলিউডের খবর, বান্দ্রার রেস্তোরাঁ থেকেই দু’জনে সলমনের বাড়ি গিয়েছিলেন।

দুই তারকার ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, বিরাট নাকি কিছু দিন থেকেই মানভঞ্জনের চেষ্টা চালাচ্ছিলেন। দিন দুই আগে নাকি দু’জনে মুখোমুখি বসে নিজেদের সম্পর্কে সমস্যার জায়গাগুলো নিয়ে খোলামেলা কথাও বলেন। দু’জনেই মেনে নেন, তাঁরা একে অপরকে এখনও ভালবাসেন। অনুষ্কাকে অভিনয় ছাড়তে হবে, এই শর্তও ফিরিয়ে নেন বিরাট।

আর সেটাই নাকি হয়ে দাঁড়ায় বিরাট কোহালির উইনিং স্ট্রোক!

MostReadStories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy