ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পরের বছর বিশ্বকাপে খেলবেন কি না তা এখনও অজানা। তবে ৪১ বছরের রোনাল্ডোকে মনেপ্রাণে দলে চাইছেন দলের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। তাঁর মতে, রোনাল্ডো পাশে থাকলে তাঁদের আর কোনও চিন্তা থাকে না। নির্ভয়ে খেলতে পারেন।
পরের বছরই শেষ বার বিশ্বকাপ খেলতে চলেছেন রোনাল্ডো। ট্রফি হাতে তুলতে পারবেন কি না তা সময় বলবে। তবে প্রস্তুতিতে খামতি নেই রোনাল্ডোর। এক সাক্ষাৎকারে ব্রুনো বলেছেন, “বক্সের ভিতরে ক্রিশ্চিয়ানো এখনও মারাত্মক ক্ষমতা রাখে। লোকে হয়তো ভাবে আমরা রোনাল্ডোকে ছাড়া ভাল খেলি, খোলা মনে খেলি এবং আরও বেশি আক্রমণ করি। যদি সেটা হয়েও থাকে, তা হলে আংশিক ভাবে দোষী আমরাই। ক্রিশ্চিয়ানো মাঠে থাকলে আমাদের কোনও চিন্তা থাকে না। ও কোনও না কোনও ভাবে দলকে সাহায্য করবেই।”
আরও পড়ুন:
দলের কৌশল কেমন হবে, তারও একটি ধারণা দিয়ে রেখেছেন ব্রুনো। এমনকি কে কোথায়, কী ভাবে খেলবেন সেটাও বলে দিয়েছেন। ব্রুনোর কথায়, “যখন আমি খেলি না তখন বার্নার্দো (সিলভা) ১০ নম্বর নজিশনে খেলে। বার্নার্দো পায়ে অনেক ক্ষণ বল রাখতে পারে। আমি ফাইনাল পাস দিতে পারি। এটাই আমাদের বোঝাপড়া। সব খেলোয়াড়ই কিছু না কিছু বাড়তি দলে এনে দেয়। ক্রিশ্চিয়ানোও ঠিক তেমন। জাতীয় দলের যাতে উপকার হয়