Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Football

মারাদোনার ছবি নোটে রাখার দাবি

আর্জেন্টিনার এক সেনেটর নোরমা দুরাঙ্গো বলেছেন, হাজার পেসোর (আর্জেন্টিনার মুদ্রা) নোটে কিংবদন্তি ফুটবলারের ছবি থাকুক।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ০৫:২০
Share: Save:

আর্জেন্টিনার ব্যাঙ্ক নোটে প্রয়াত দিয়েগো মারাদোনার ছবি দেওয়ার দাবি উঠল। সে দেশের এক সেনেটর নোরমা দুরাঙ্গো বলেছেন, হাজার পেসোর (আর্জেন্টিনার মুদ্রা) নোটে কিংবদন্তি ফুটবলারের ছবি থাকুক। সেনেটরের এমন দাবির কারণ শুধু মারাদোনাকে সম্মান জানানো নয়। দুরাঙ্গোর কথায়, ‘‘পর্যটকেরা আর্জেন্টিনায় এলেই চাইবেন দিয়েগোর স্মৃতি তাঁদের সঙ্গে করে নিয়ে যেতে। সেটা সম্ভব ওই নোটের মাধ্যমে। মহাতারকা ফুটবলারকে সম্মান জানানোই আমাদের এই দাবির একমাত্র উদ্দেশ্য নয়। ব্যাপারটার সঙ্গে অর্থনীতিও জড়িয়ে আছে।’’ দেশের নোটে মারাদোনার কোন ছবিটা থাকবে? সেই ‘হ্যান্ড অব গড’ গোলের? না ছয় ইংরেজ ফুটবলারকে একের পর এক ড্রিবল করে শতাব্দীর সেরা সেই গোলের ছবি? লা পাম্পা প্রদেশের সেনেটর দুরাঙ্গো বলেছেন, ‘‘প্রাথমিক ব্যাপার হচ্ছে মারাদোনাকে সম্মান জানানো। বিশ্বের কাছে দিয়েগোই সব চেয়ে পরিচিত আর্জেন্টিনীয়। এটা অস্বীকার করার জায়গা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Diego Maradona Death Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE