যুবরাজ সিংহের জায়গায় দলে ঢোকার জন্য নিজের দাবি জোরালো করলেন দীনেশ কার্তিক।মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় অনুশীলন ম্যাচে ৭৭ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। বহু দিন ধরেই জাতীয় দলের বাইরে দীনেশ। মহেন্দ্র সিংহ ধোনির আমলে জাতীয় দলের দরজা কখনই সে ভাবে খোলেনি এই ক্রিকেটারের জন্য। দলে জায়গা হলেও তাঁকে বসে থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। ফলে নিজেকে প্রমাণ করার তাগিদও ছিল কার্তিকের মধ্যে।
আরও খবর:আইসিসি র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ভারত
যুবরাজ অসুস্থ হয়ে যাওয়ার হঠাৎই জাতীয় দলের দরজা খুলে যায় দীনেশের জন্য। আর এই সুযোগকেই ভাল ভাবে কাজে লাগালেন দীনেশ। ৭৭ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিলেন এই ক্রিকেটার।