Advertisement
২০ এপ্রিল ২০২৪

টোকিওতেও প্রোদুনোভা ভরসা দীপার

তবে কমনওয়েলথ গেমসে দীপা তাঁর নিজের সেরা ভল্ট প্রোদুনোভা প্রদর্শন করবেন কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সে জন্যই পরিবর্ত ভল্ট হিসাবে ‘হ্যান্ড স্প্রিং ৫৪০’-কে বেছেছেন তিনি।

গর্ব: জন্মদিনে দীপা। ফাইল চিত্র

গর্ব: জন্মদিনে দীপা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০৩:৩৮
Share: Save:

অস্ত্রোপচারের জন্য এশীয় এবং বিশ্ব মিট থেকে সরে দাঁড়িয়েছেন। এ বার দীপা কর্মকার সিদ্ধান্ত নিয়েছেন, শুধু এই দুটি নয়, ২০১৭ মরসুমে আর কোনও টুনার্মেন্টেই নামবেন না। বৃহস্পতিবার দিল্লি থেকে ফোনে তিনি বলে দিলেন, ‘‘এখনও আমার ফ্লোরে নেমে পুরো অনুশীলন করতে দু’মাস সময় লাগবে। আমি ঠিক করেছি পরের বছর কমনওয়েলথ গেমস থেকে শুরু করব।’’

তবে কমনওয়েলথ গেমসে দীপা তাঁর নিজের সেরা ভল্ট প্রোদুনোভা প্রদর্শন করবেন কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সে জন্যই পরিবর্ত ভল্ট হিসাবে ‘হ্যান্ড স্প্রিং ৫৪০’-কে বেছেছেন তিনি। সেটাই অনুশীলন করবেন দিল্লিতে। দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বললেন, ‘‘রিহ্যাবের পর দেখতে হবে ওর পায়ের অবস্থা কেমন। তারপর ঠিক করব প্রোদুনোভা না, ৫৪০ কোনটা করব কমনওয়েলথে।’’ এসিএল অস্ত্রোপচারের পর দীপা বিশ্বের সবথেকে কঠিনতম ভল্ট প্রোদুনোভা আদৌ করতে পারবেন কী না বা করার মতো শরীরিক সক্ষম থাকবেন কী না তা নিয়ে দেশজুড়ে গুঞ্জন রয়েছে। এ দিন সব সংশয় থামিয়ে দিয়ে দীপা বলে দিলেন, ‘‘টোকিও অলিম্পিক্স পর্যন্ত প্রোদুনোভা করব।’’

আর তাঁর কোচ বিশ্বেশ্বরের মন্তব্য, ‘‘প্রোদুনোভা ছাড়ার প্রশ্নই নেই। কারা যে এসব বলছে কে জানে। আপতত কমনওয়েলথের জন্য আমরা সাময়িক অন্য একটি ভল্ট তৈরি রাখছি। প্রোদুনোভা জাপান পর্যন্ত থাকবে। তারপর ওটা বাতিল করলেও করতে পারি।

আরও পড়ুন: বাগানে নতুন জাপানি, সই করবেন সনিও

বুধবার-ই ছিল ভারতীয় জিমন্যাস্টিক্সে ইতিহাস সৃষ্টিকারী আগরতলার মেয়ের ২৪ তম জন্মদিন। তাঁকে উৎসাহ দিতে সাইয়ের প্রায় সব কর্তা এবং সতীর্থ জিমন্যাস্টরা এসেছিলেন বার্থ ডে পার্টিতে। সেখানেই সবাই সোনার মেয়েকে কমনওয়েলথ গেমসে পদক জয়ের রাস্তায় ফেরার জন্য শুভেচ্ছা জানান। দীপাও বললেন, ‘‘অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ হবে সামনের বছর এপ্রিলে। অনেক সময় পাব নিজেকে প্রস্তুত করতে। আমার লক্ষ্য হবে সোনা জেতা।’’

গতবার গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা। এ বার কী সোনা জেতা এত সহজ হবে? বিশেষ করে রিও-র পর দীর্ঘ সময় প্রতিযোগিতা মূলক টুনার্মেন্ট থেকে দূরে থাকার পর। দীপা এসব প্রশ্নকে পাত্তা দিতে নারাজ। বলে দিলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে সামনে। সেখানে কে কী জায়গায় আছে সেটা বোঝা যাবে। সব কিছু দেখে নিয়ে নিজেকে কীভাবে পদকের জন্য তৈরি হতে হবে সেটা বুঝতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE