Advertisement
E-Paper

জিতে নাচলেন জকোভিচ, সেরেনাকে নাচালেন প্রতিপক্ষ

ক্যালেন্ডার স্ল্যাম আর তাঁর মাঝে এখন পাঁচটা ম্যাচ। তবু স্টেফি গ্রাফের সাতাশ বছর পর টেনিসের এই বিরল কীর্তি তাড়া করতে নেমে নিউ ইয়র্কের মারাত্মক গরম আর বিশ্বের ১১০ নম্বর প্রতিপক্ষকে বাগে আনতে হিমশিম খেলেন ‘সেরেনা-স্ল্যাম’-এর মালকিন। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ আর বিশ্বের আট নম্বর রাফায়েল নাদালও তৃতীয় রাউন্ডে গেলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৭
অন্য মেজাজে ‘জোকার’। যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর ম্যাচের শেষ এক ভক্ত ঢুকে যায় কোর্টে। তাঁর সঙ্গে অভিনব নাচের স্টেপে জকোভিচ। ছবি: রয়টার্স।

অন্য মেজাজে ‘জোকার’। যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর ম্যাচের শেষ এক ভক্ত ঢুকে যায় কোর্টে। তাঁর সঙ্গে অভিনব নাচের স্টেপে জকোভিচ। ছবি: রয়টার্স।

ক্যালেন্ডার স্ল্যাম আর তাঁর মাঝে এখন পাঁচটা ম্যাচ। তবু স্টেফি গ্রাফের সাতাশ বছর পর টেনিসের এই বিরল কীর্তি তাড়া করতে নেমে নিউ ইয়র্কের মারাত্মক গরম আর বিশ্বের ১১০ নম্বর প্রতিপক্ষকে বাগে আনতে হিমশিম খেলেন ‘সেরেনা-স্ল্যাম’-এর মালকিন। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ আর বিশ্বের আট নম্বর রাফায়েল নাদালও তৃতীয় রাউন্ডে গেলেন। তবে সব ঠিক চললে কোয়ার্টার ফাইনালে যাঁদের মুখোমুখি হওয়ার কথা, তাঁরা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর খেলার পর তৈরি করলেন একেবারে বিপরীত দু’টো ছবি। তৃতীয় রাউন্ডে গত বারের চ্যাম্পিয়ন মারিন চিলিচও। মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন লিয়েন্ডার পেজ ও মার্টিনা হিঙ্গিস।

অবশ্য এঁরা কেউই নন। গরমে গলদঘর্ম ফ্লাশিং মেডো সরগরম রইল রড লেভারের একটা মন্তব্য আর শেন ওয়ার্নের খোলা চিঠি নিয়ে!

দু’য়েরই নিশানায় অ্যান্ডি মারের হাতে পর্যুদস্ত হয়ে প্রথম রাউন্ডেই ছিটকে যাওয়া টেনিসের নতুন ‘ব্যাড বয়’ নিক কিরিয়স। সম্প্রতি এক এটিপি টুর্নামেন্টে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার বান্ধবীকে টেনে কুরুচিকর ব্যক্তিগত স্লেজিং করে এটিপি-র কাছে কড়া শাস্তি পেয়েছেন কিরিয়স। গ্রিক বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মারের কাছে হেরে বলেন, ‘‘শাস্তির পর মুখ বন্ধ রাখতে শিখেছি। তবে মাত্র কুড়ি বছর বয়সে আমরা কেউই নিখুঁত ছিলাম না।’’

তাতেই চরম বিরক্ত দুই অস্ট্রেলীয় কিংবদন্তি। লেভার বলেছেন, ‘‘মারের বিরুদ্ধে অসাধারণ কয়েকটা পয়েন্ট খেলল। তবে প্রতিভা থাকলেও ছেলেটা বড্ড বেশি কথা আর হামবড়াই সর্বস্ব হয়ে উঠেছে। এ ভাবে চললে ও কোথাও পৌঁছোতে পারবে না!’’ শেন ওয়ার্ন তো এ দিন সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখে ফেলেছেন কিরিয়সকে। যা নিয়ে তীব্র হইচই। সংখ্যাগরিষ্ঠের মত, একদম ঠিক বলেছেন ওয়ার্ন। যিনি লিখেছেন ‘‘আমরা সাবাই জানি তোমার বয়স মাত্র কুড়ি। কিন্তু ‘বাডি’ সে জন্যই অনেক কিছু শেখাও বাকি।’’ যোগ করেছেন, ‘‘জীবনে সম্মান অর্জন সস্তা জনপ্রিয়তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিভা নষ্ট কোরো না। ...অস্ট্রেলিয়া তোমাকে সম্মান করতে চায়। কিন্তু তার জন্য টেনিসকে আর নিজেকে সম্মান করতে শেখো।’’ এর পর আরও হতাশা প্রকাশ করেছেন, ‘‘তুমি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ! কথায় নয়, তোমার ভেতরের আসল বারুদটা খেলে দেখাও। হারায় লজ্জা নেই। কিন্তু প্রমাণ করো তুমি হাল ছাড়বে না, প্রতিবার নিজের সেরা চেষ্টাটা করবে!’’

অন্য দিকে, অস্ট্রিয়ার আন্দ্রিয়াস হায়দর-মউরারকে নব্বই মিনিটে ৬-৪, ৬-১, ৬-২ ঝেড়ে ফেলে কোর্টেই নাচলেন জকোভিচ! ‘পেশাদার সুপার-ফ্যান’ ক্যামেরন হিউজেসের সঙ্গে। যিনি পুলিশি বেড়া ভেঙে কোর্টে ঢুকে জকোভিচকে ‘আই লাভ নিউ ইয়র্ক’ টি-শার্ট উপহার দিয়ে নাচার অনুমতি পেলেন। ও বাদবাকি টুর্নামেন্ট থেকে নির্বাসনের শাস্তিটা মাথা পেতে নিলেন হাসিমুখে।

চোদ্দো গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল আবার আর্জেন্তিনার দিয়েগো সেবাস্তিয়ান শোয়ার্তজমানকে ৭-৬ (৭-৫), ৬-৩, ৭-৫ হারানোর পথে চল্লিশটা আনফোর্সড এরর করে মেনে নেন, জয় সহজ হয়নি। ‘‘নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। প্রচণ্ড গুমোট, তায় আক্রমণাত্মক খেলল দিয়েগো।’’ মিষ্টি স্বভাবের স্প্যানিশ মেজাজও হারালেন। তাঁর ফর্ম নিয়ে এক প্রশ্নের উত্তরে বেশ ঝাঁঝেই বললেন, ‘‘আপনাদের কথায় মনে হচ্ছে আমি আট নই, বিশ্বের দু’শো নম্বর! আমি কিন্তু মোটেই তত খারাপ খেলছি না!’’

নাদালের মতো লড়ে জিততে হল সেরেনা উইলিয়ামসকেও। তেত্রিশের তারকা গ্রাফের পর প্রথম ক্যালেন্ডার স্ল্যাম, গ্রাফের বাইশটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব আর ওপেন যুগে অভূতপূর্ব সাতটা যুক্তরাষ্ট্র ওপেন জেতার রেকর্ড তাড়া করছেন এ বার। কিন্তু ডাচ কোয়ালিফায়ার কিকি বারটেনস-এর বিরুদ্ধে ০-৪ পিছিয়ে শুরু করেন দ্বিতীয় রাউন্ডে। শেষে জেতেন ৭-৬ (৭-৫), ৬-৩।

পরের রাউন্ডে সেরেনার সামনে স্বদেশি বেথানি মাটেক-স্যান্ডস। যাঁকে হারাতে অনেক বেশি ভাল খেলতে হবে, মানছেন সেরেনা। বেথানি অবশ্য টেনিসের বাইরেও সেরেনাকে টেক্কা দিতে চান অন্য জায়গায়। গ্ল্যামারে। বাহারি পোশাকের জন্য এ বার নজরকাড়া বেথানি বলেছেন, ‘‘আমার ব্যাগে সব সময় বিশেষ আউটফিট রাখা থাকে। দেখি শুক্রবার কোনটা পরি!’’ সেরেনার বিরুদ্ধে সে দিনই ভাগ্য পরীক্ষা তাঁর।

Djokovic Gangnam Style US Open
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy