Advertisement
২৫ এপ্রিল ২০২৪
প্ল্যান বি তৈরি করছেন সঞ্জয়ও

বাগানের দুই ডানা মেলতে দিতে চান না চুকুয়ামা

মোহনবাগান খেতাব জিততে মরিয়া। স্পোর্টিং ক্লুব অবনমন বাঁচানোর জন্য লড়ছে। চৌম্বকে বলা যায়, দু’দলের কাছে শনিবারের ম্যাচ তাই মহা-গুরুত্বপূর্ণ। ফতোরদায় সেই ধুন্ধুমার ফুটবল যুদ্ধে নামার আটচল্লিশ ঘণ্টা আগেই অবশ্য দু’দলের দুই কোচই একে অন্যকে মাপতে শুরু করে দিয়েছেন। শুরু করে দিয়েছেন কটাক্ষ, অঙ্ক, পাল্টা স্ট্র্যাটেজিও।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:৩৩
Share: Save:

মোহনবাগান খেতাব জিততে মরিয়া। স্পোর্টিং ক্লুব অবনমন বাঁচানোর জন্য লড়ছে।

চৌম্বকে বলা যায়, দু’দলের কাছে শনিবারের ম্যাচ তাই মহা-গুরুত্বপূর্ণ। ফতোরদায় সেই ধুন্ধুমার ফুটবল যুদ্ধে নামার আটচল্লিশ ঘণ্টা আগেই অবশ্য দু’দলের দুই কোচই একে অন্যকে মাপতে শুরু করে দিয়েছেন। শুরু করে দিয়েছেন কটাক্ষ, অঙ্ক, পাল্টা স্ট্র্যাটেজিও।

বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর স্পোর্টিংয়ের কোচ যিনি আবার ফেডারেশনের খাতায় ম্যানেজার সেই ক্লিফোর্ড চুকুয়ামা ফোনে গোয়া থেকে বলে দিলেন, ‘‘মোহনবাগানের উইংকে কিছুতেই খেলতে দেব না। ওদের দুই উইং হাফ সনি আর কাতসুমিকে আটকে দিতে পারলেই ওরা শেষ। ম্যাচ জিততে অসুবিধা হবে না। ওরা ভাল টিম। তবে আমারাও ছাড়ব না।’’

রাতটা মুম্বইতে কাটিয়ে এ দিন গোয়া পৌঁছিয়ে বিকেলে মারগাওতে অনুশীলন করেন সনি-বোয়ারা। প্র্যাকটিসের পর সঞ্জয় সেনকে ফোনে ধরা হলে বলে দিলেন, ‘‘আমাদেরও ‘প্ল্যান-বি’ তৈরি থাকছে। ওরা সনি-কাতসুমিতে আটকাতে চাইবে এটাই স্বাভাবিক। তবে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে এই ম্যাচ থেকে কোনও ভাবেই পয়েন্ট নষ্ট করা চলবে না।’’

বাগানের উইংয়ের দুই অস্ত্র সনি এবং কাতসুমিকে আটকাতে চুকুয়ামা ব্যবহার করতে চান গোয়ার দুই গতিশীল মিডিও আলবার গঞ্জালভেস এবং ব্র্যান্ডন ফার্নান্ডেজকে। এ দিন সকালে ডন বস্কোর মাঠে অনুশীলনের পর ড্রেসিংরুমে বোর্ডে ছক কেটে ওডাফা-ভিক্টোরিনোদের বাগানের খেলার স্ট্র্যাটেজি বুঝিয়েছেন চুকুয়ামা। বলে দিয়েছেন, ‘‘এই ম্যাচ হেরে যাওয়া মানে কার্যত অবনমনের মুখে পড়ব আমরা। নিজেদের জন্যই মোহনবাগানের বিরুদ্ধে ভাল খেলতে হবে। জিততে হবে।’’ লিগ তালিকার লাস্ট বয় হলেও স্পোর্টিং কিন্তু বেশ চনমনে অবস্থাতেই রয়েছে বলে খবর। পুরো টিমকে নানা ভাবে তাতাচ্ছেন ওডাফা। মূলত গোয়ার ভূমিপুত্রদের নিয়ে গড়া টিমে তারুণ্যই আসল শক্তি। সেই অস্ত্রের গতি দিয়ে বাগানকে আটকাতে চাইছেন চুকুয়ামা। আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেললেও পাল্টা আক্রমণে গোল করার লক্ষ্য থাকছে স্পোর্টিংয়ের। সেটা কথা বললেই বোঝা যায়। তবে স্পোর্টিং ড্রেসিংরুম চুঁইয়ে যে খবর বাইরে এসেছে, তা থেকে জানা গিয়েছে, জেতার লক্ষ্য নিয়েই নামবে গোয়ার ক্লাব। তবে এক পয়েন্ট পেলেও অখুশি হবেন না নাইজিরিয়ার কোচ কাম ম্যানেজার। সেটা বলেও দিলেন। মাঝে অনেক দিন খেলা না থাকায় পাঁচ-ছ’দিনের ছুটি দেওয়া হয়েছিল স্পোর্টিংয়ের ফুটবলারদের। স্বভাবতই ক্লান্তি কাটিয়ে চনমনে হয়ে মাঠে নামবেন ওডাফারা। মোহনবাগানের মতোই।

গোয়াতে এ দিন সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ফলে কলকাতা থেকে গিয়ে গরমের হাত থেকে বোয়া-বলবন্তরা রক্ষা পেয়েছেন। তবে সমস্যা হয়েছে মাঠ নিয়ে। বৃষ্টি ভেজা ঘাসের মাঠে অনুশীলন করতে গিয়ে যদি ফুটবলারদের চোট হয়, সে জন্য বাগান কোচ কোনও রকম ঝুঁকি নিতে চাননি। শেষ মুহূর্তে মত বদলে মারগাওয়ের ফতোরদা নেহেরু স্টেডিয়ামের পাশের কৃত্রিম ঘাসের মাঠে প্র্যাকটিস করান বাগান কোচ। বিকেলে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন হয় লিগ শীর্ষে থাকা টিমের। রাত জেগে গোয়া আসার ধকল থাকার জন্য এ দিন হালকা অনুশীলনই করান সঞ্জয়। মূলত সিচুয়েশন প্র্যাকটিসের উপর জোর দেন। পাশাপাশি সঞ্জয় তাঁর ‘প্ল্যান-বি-ও ঝালিয়ে নেন। উইংয়ে যদি কাতসুমি, সনিদের আটকে দেয় স্পোর্টিং, সে ক্ষেত্রে ওদের জায়গা আদলবদল করে অন্য ভাবে আক্রমণের রাস্তা তৈরি করবে মোহনবাগান। ঠিক করেছেন বাগান কোচ। জেতাই লক্ষ্য থাকছে মেরিনার্সদের।

ম্যাচ জিতলেই বোনাস পাবেন ওকোলি ওডাফারা। আর গোয়ায় আসার আগে বাগান কর্তারা সনিদের ‘ভিটামিন-এম’ দিয়েছেন। দেখার, ‘ভিটামিন-এম’-এর প্রভাব কোন দলে কত বেশি! বাংলার না গোয়ার?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE