Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ক্যাপ্টেন ধোনির ভবিষ্যত নিয়ে এবার প্রশ্ন তুললেন সৌরভ

সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের আয়ু নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালের বিশ্বকাপে সত্যিই কি আর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন মাহি? সরাসরি নির্বাচকদের দিকেই এই প্রশ্ন ছুঁড়ে দিলেন সিএবি প্রধান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৬ ১৪:০১
Share: Save:

সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অধিনায়কত্বের আয়ু নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালের বিশ্বকাপে সত্যিই কি আর টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন মাহি? সরাসরি নির্বাচকদের দিকেই এই প্রশ্ন ছুঁড়ে দিলেন সিএবি প্রধান।

একটি ইংরেজি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তিনি মনে করেন না ধোনির ক্রিকেট কেরিয়ারের ইতি টানার সময় এখনই এসেছ। বরং ক্রিকেটার হিসাবে এ দেশের ক্রিকেটকে ধোনি এখনও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রাখেন বলেই বিশ্বাস সৌরভের। কিন্তু সৌরভের মতে, কোনও দলকে ভবিষ্যতের পরিকল্পনাটাও সেরে ফেলতে হয়। তাই নির্বাচকদের উচিত্ আগামী চার বছর সত্যিই ভারতের নেতৃত্ব দিতে ধোনি কতটা সক্ষম সেই নিয়ে এখনই ভাবনা চিন্তা শুরু করে দেওয়া। ‘‘অধিনায়ক হিসেবে ধোনি নিজের কাজটা অসাধারণ করেছেন। কিন্তু আগামী চার বছর এই দায়িত্বটা কতটা তিনি টেনে নিয়ে যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু এখনই নির্বাচকদের ভাবনা চিন্তা শুরু করে দেওয়া প্রয়োজন।’’ মন্তব্য ধোনির।

আপাতত, মহেন্দ্র সিংহ ধোনি আইপিএলে রাইজিং পুণে সুপারজায়েন্টসের নেতৃত্ব নিয়ে ব্যস্ত।

আরও পড়ুন—বিগ ব্যাশ লিগের নজরে মুস্তাফিজুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sourav ganguly mahendra singh dhoni world cup 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE