Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Douglas Silva

নতুন ক্লাবে নতুন দায়িত্ব, চার বছর পরে এ দেশের ফুটবলে ডগলাস

কলকাতা ছেড়ে চলে গেলেও এ দেশের ফুটবল সম্পর্কে খোঁজখবর রাখতেন তিনি। ভারতের ক্লাব ফুটবলে কাজ করতে চেয়েছিলেন তিনি।

ভারতের ক্লাব ফুটবলে ফিরছেন ডগলাস। — ফাইল চিত্র।

ভারতের ক্লাব ফুটবলে ফিরছেন ডগলাস। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১৭:৫১
Share: Save:

প্রায় চার বছর পরে আবার এ দেশের ফুটবলে ফিরছেন ডগলাস দ্য সিলভা। আই লিগের নতুন ক্লাব ট্রাউয়ের টেকনিক্যাল অ্যাডভাইজর হিসেবে কাজ করবেন তিন প্রধানে খেলা ব্রাজিলীয় ফুটবলার। বছর চারেক আগে মোহনবাগান অ্যাকাডেমির কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি। উঠতি ফুটবলারদের নিয়ে সেই সময়ে কাজ করেছিলেন ডগলাস।

এ বার আই লিগের ক্লাবে কাজ করবেন ইস্টবেঙ্গলকে আশিয়ান জেতানো ফুটবলার। তিনি বলছেন, ‘‘আমি কাজ করতে ফের ভারতে যাচ্ছি। আগামী সপ্তাহেই হয়তো কলকাতা বিমানবন্দরে আমাকে দেখতে পাবেন।’’

ফুটবলার ডগলাস তিন প্রধানেই ছড়িয়ে দিয়ে গিয়েছেন অজস্র মণিমাণিক্য। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট জোসেফ ব্লাটারের সামনে অনুষ্ঠিত ডার্বিতে গোল করেছিলেন এই ব্রাজিলীয় ফুটবলার। ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন তিনি।

আরও পড়ুন: চোট সারিয়ে দ্রুত ফিরছেন, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন ভারতের তারকা পেসার

কলকাতা ছেড়ে চলে গেলেও এ দেশের ফুটবল সম্পর্কে খোঁজখবর রাখতেন তিনি। ভারতের ক্লাব ফুটবলে কাজ করতে চেয়েছিলেন তিনি। এ বার সুযোগ এসে যায় ডগলাসের কাছে। মণিপুরের ক্লাব ট্রাউ এ বার আই লিগের মূলপর্বে খেলার ছাড়পত্র জোগাড় করেছে। বাংলার বেশ কয়েকজন ফুটবলারকে সই করিয়েছে আই লিগের নতুন ক্লাবটি। এ বার ট্রাউ নিল ভারতীয় ফুটবল সম্পর্কে দারুণ অভিজ্ঞতা সমৃদ্ধ ডগলাসকে। কিন্তু, ট্রাউ তো নতুন ক্লাব। কাজটা তো চ্যালেঞ্জের? ডগলাস বলছেন, ‘‘আমি তো চ্যালেঞ্জ নিতেই ভালবাসি। ফুটবলার জীবনেও তো কত চ্যালেঞ্জ নিয়েছি।’’ নতুন চ্যালেঞ্জ নিয়েই ভারতের বিমানে উঠছেন ডগলাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Douglas Silva I league Football TRAU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE