Advertisement
২৭ এপ্রিল ২০২৪
India U19

স্বপ্ন সফল হল এ বার, বলছেন তৃপ্ত যশস্বী

পোচেস্ট্রুমে মঙ্গলবার ভারতকে ১০ উইকেটে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী।

সেমিফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল।—ছবি পিটিআই।

সেমিফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল।—ছবি পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৮
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলে ১৮ বছরের যশস্বী জয়সওয়াল জানাচ্ছেন, এই সেঞ্চুরি তিনি জীবনে ভুলবেন না।

পোচেস্ট্রুমে মঙ্গলবার ভারতকে ১০ উইকেটে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘আমার স্বপ্ন সত্যি হল। দেশের জন্য যা করতে পেরেছি, তাতে আমি খুশি।’’ এই বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছেন যশস্বী। তিনটি হাফসেঞ্চুরি আর একটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। সাংবাদিকদের মুখোমুখি ম্যাচের নায়ক এও বলেন, ‘‘বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছি, এই ঘটনা কোনও দিন ভুলতে পারব না। নিজের অনুভূতি কথায় প্রকাশ করতে পারছি না।’’

যশস্বী জানেন, তাঁর ক্রিকেট যাত্রার এই সবে শুরু। যেতে হবে অনেক দূর। যশস্বীর কথায়, ‘‘এ তো সবে শুরু। আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে।’’ পাকিস্তানের বিরুদ্ধে কী কৌশল নিয়ে ব্যাট করছিলেন? ‘‘আমি আর সাক্সেনা ঠিক করে নিয়েছিলাম, উইকেটে থাকতে হবে,’’ বলেন তিনি। পাক বোলারদের প্রশংসাও করেছেন যশস্বী। বলেছেন, ‘‘ওরা কিন্তু প্রথম দিকে বেশ ভাল বল করছিল। তাই আমাদের সতর্ক থাকতে হয়েছে।’’ সাফল্যের জন্য সাপোর্ট স্টাফ থেকে ফিজিয়ো, সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘আমাদের সাফল্যের পিছনে সবার অবদান রয়েছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India U19 Pakistan U19 Yashasvi Jaiswal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE