Advertisement
০৪ মে ২০২৪

রিও থেকে বাদ পড়ে সুশীলের প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার হুঙ্কার

রিও অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকে নামা হচ্ছে না সুশীল কুমারের। গত দু’বারের পদকজয়ীকে ছেঁটে ফেলল জাতীয় কুস্তি ফেডারেশন। ফেডারেশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিও অলিম্পিক্সে সুশীল যাবেন না। যাবেন নরসিংহ যাদব।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:৩২
Share: Save:

রিও অলিম্পিক্সে পদক জয়ের হ্যাটট্রিকে নামা হচ্ছে না সুশীল কুমারের। গত দু’বারের পদকজয়ীকে ছেঁটে ফেলল জাতীয় কুস্তি ফেডারেশন। ফেডারেশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রিও অলিম্পিক্সে সুশীল যাবেন না। যাবেন নরসিংহ যাদব।

৭৪ কেজি বিভাগে রিওর টিকিট পাওয়া নরসিংহ না সুশীল, কে রিও যাবেন এ নিয়ে এত দিন জলঘোলা কম হয়নি। সুশীল ৬৬ কেজি বিভাগে অলিম্পিক্স পদক পেলেও রিওতে নিয়ম পাল্টে যাওয়ায় ৬৬ কেজি বিভাগ আর থাকছে না। তাই সুশীলকে ৭৪ কেজিতে নামতে হত।

বুধবার ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংহ সুশীল-সহ পাঁচ কুস্তিগিরকে ডেকে পাঠান নয়াদিল্লিতে তাঁর বাড়িতে। সেখানে তিনি সবার সঙ্গে আলাদা করে কথা বলে তাঁদের মতামত জানতে চান। প্রায় সবাই সুশীলের জন্য ট্রায়াল না করার কথা বলেন। তাতে ফেডারেশনের ভাবমূর্তি নষ্ট হবে। সুশীলকে দেখিয়ে আরও ট্রায়ালের আবেদন আসবে। অলিম্পিক্স প্রস্তুতিও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করেন কুস্তিগিররা। এর পর সুশীলকেও সেখানে ডাকা হয়। সেখানেই তাঁকে ফেডারেশনের সিদ্ধান্ত জানানো হয়।

তবে সুশীল এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না। অলিম্পিক্স পদকজয়ী এতটাই ক্ষুব্ধ যে আনন্দবাজারকে বলে দেন, ‘‘আমার এত বছরের তপস্যা ভেঙে গেল। এটা আগেই ঠিক করে থাকলে আমাকে জর্জিয়া আর মঙ্গোলিয়ায় দুটো প্রস্তুতি সফরে দেড় কোটি টাকা খরচ করে কেন পাঠাল?’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘গত আট মাস ধরে অলিম্পিক্সের প্রস্তুতির জন্য বাড়ির সঙ্গেও আমার ভাল করে সম্পর্ক নেই। এত কষ্ট করলাম। তার কোনও মূল্য নেই? গ্যারান্টি আছে যে রিওতে নরসিং পদক জিতবে? আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রী, প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর কাছেও যাব।’’ ফেডারেশন প্রেসিডেন্ট যা শুনে বলছেন, ‘‘আমাদের পরম্পরা আছে, যে অলিম্পিক্সে কোয়ালিফাই করে তাকেই পাঠানো হয়। সেটা ভাঙতে চাই না। নরসিংহ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়ে অলিম্পিক্সে কোয়ালিফাই করেছে তাই ওই রিও যাবে। এর পর সুশীল কী করবে সেটা ওর ব্যাপার।’’

বুধবারই ভারতীয় কুস্তির জন্য খুশির খবর আসে আরও দুই কুস্তিগির রিওর ছাড়পত্র পাওয়ায়। ববিতা আর রবীন্দ্র এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে তাঁদের প্রতিদ্বন্দ্বী ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় রিওর টিকিট পেয়ে যান। তাদের নিয়ে সব মিলিয়ে ৮ জন কোয়ালিফায়ার রিও যাচ্ছেন এ বার।

যা অবস্থা তাতে সেই নজিরও চাপা পড়ে যাচ্ছে সুশীল বিতর্কে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sushil kumar Prime Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE