ক্রিকেটে বলা হয়, ক্যাচেস উইনস ম্যাচেস। টেস্টে আবার এখন বলা হচ্ছে, টসই ভাগ্য গড়ে দিচ্ছে ম্যাচের। আর এখানেই অনেকটা পিছিয়ে পড়ছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম দুটোতে হেরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা শিবিরও তাই এখন মনে করছে, টসই তফাত গড়ে দিচ্ছে।
বিশাখাপত্তনম ও পুণে টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। দুই টেস্টেই প্রথম ইনিংসে বড় রান তুলেছিল টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে উঠেছিল ৫০২। পুণেয় উঠেছিল ৬০১। ভারতে টেস্টের চতুর্থ বা পঞ্চম দিন ব্যাট করা যে কোনও দলের পক্ষেই কঠিন। দুই টেস্টেই যা করতে হয়েছে প্রোটিয়াদের। যে চাপ নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
মুশকিল হল, শুধু চলতি টেস্ট সিরিজেই টানা টস হারেননি প্রোটিয়া অধিনায়ক ফাফ দু’প্লেসি। এই উপমহাদেশেই পাঁচ দিনের ফরম্যাটে টানা নয় টস হেরেছেন তিনি। টস-ভাগ্য ফেরাতে মরিয়া দু’প্লেসি তাই অন্য ভাবনা ভাবছেন। শোনা যাচ্ছে, নিজে না গিয়ে টস করতে তিনি পাঠাতে পারেন অন্য কাউকে। তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।