ইউতা কিনওয়াকি শরীরিক ভাবে এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই, মোহনবাগান কর্তাদের জানিয়ে দিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। তবে জাপানি মিডিয়োকে সই করিয়ে রাখতে বলেছেন তিনি। আজ মঙ্গলবার তাঁকে সই করানো হচ্ছে।
কাল বুধবার কাস্টমসের বিরুদ্ধে কলকাতা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দিপান্দা ডিকাদের। ওই ম্যাচ জিতলেই আট বছর পর কার্যত খেতাবের দরজা খুলে যাবে মোহনবাগানের সামনে। ওই ম্যাচে তাই কোনও পরিবর্তন চাইছেন না সবুজ-মেরুন কোচ। বলে দিলেন, ‘‘ইউতা এখনও খেলার মতো ফিট নয়। সই করিয়ে রাখতে বলেছি শেষ ম্যাচে মহমেডানের বিরুদ্ধে খেলানোর কথা মাথায় রেখে। ওই ম্যাচটা পাঁচ-ছয় দিন পরে আছে। যদি খেলার জায়গায় চলে আসে নামিয়ে দেব।’’
সদ্য শহরে আসা ইউতাকে মঙ্গলবার মাঠেও নামতে দেননি মোহনবাগান কোচ। মাঠের পাশে শুধু দৌড়েছেন তিনি। মাঠে নামার আগে অবশ্য গতবার আই লিগে ভাল খেলা মিডিয়োর সঙ্গে কথা বলেন শঙ্করলাল। তখন ইউতাও তাঁকে বলেন, সে ভাবে অনুশীলনে ছিলেন না। তবে তাড়াতাড়ি নিজেকে তৈরি