Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবীরকে হাফ ডজন ইস্টবেঙ্গলের

কলকাতায় টানা সাত বার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরির পর এ বার গুয়াহাটিতে গিয়েও নতুন রেকর্ড করল ইস্টবেঙ্গল! বরদলৈ ট্রফির প্রথম ম্যাচে বৃহস্পতিবার লাল-হলুদ ৬-০ গোলে হারায় বাংলাদেশের বঙ্গবীর অগ্রগামীকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৯
Share: Save:

ইস্টবেঙ্গল: বঙ্গবীর অগ্রগামী

(আদিলেজা, ডং-২, জিতেন, প্রহ্লাদ, নিখিল)

কলকাতায় টানা সাত বার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরির পর এ বার গুয়াহাটিতে গিয়েও নতুন রেকর্ড করল ইস্টবেঙ্গল!

বরদলৈ ট্রফির প্রথম ম্যাচে বৃহস্পতিবার লাল-হলুদ ৬-০ গোলে হারায় বাংলাদেশের বঙ্গবীর অগ্রগামীকে। অসমের এই টুর্নামেন্টে কোনও বিদেশি দলের বিরুদ্ধে এটাই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ১৯৭২-এর ফাইনালে ঢাকা একাদশের বিরুদ্ধে ৫-১ জিতেছিলেন সুধীর-হাবিবরা।

ট্রেভর মর্গ্যানের অনুপস্থিতিতে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির কোচ রঞ্জন চৌধুরী সিনিয়র দলের কোচিংয়ের দায়িত্বে বরদলৈতে। তিনি এ দিন মর্গ্যানের পুরো স্ট্র্যাটেজিই বদলে ফেলেন। ডংকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলান রঞ্জন। শুধু তাই নয়, বঙ্গবীরের বিরুদ্ধে ৪-৪-১-১ ফর্মেশনে টিম সাজান। ফলও হাতেনাতে পায় ইস্টবেঙ্গল। মাঝমাঠে ডংকে রীতিমতো আক্রমণাত্মক মেজাজে পাওয়া গিয়েছে। তিনিই এ দিন প্রধান গেম মেকারের ভূমিকায় ছিলেন। নিজে যেমন জোড়া গোল করেছেন, তেমনই গোল করিয়েছেন।

ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের হাতে ছিল খেলার রাশ। দশ মিনিটের মাথায় আদিলেজার গোল। বিরতির আগে ২-০ করেন ডং। দ্বিতীয়ার্ধেও লাল-হলুদ ঝড়ে রীতিমতো বেকায়দায় ছিল বঙ্গবীর। জিতেন মুর্মু, প্রহ্লাদ রায়, নিখিল পূজারিদের গোলের মাঝে পেনাল্টি থেকে ডংয়ের আরও একটি গোলও ছিল। কলকাতার বাইরে এ মরসুমে দলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ রঞ্জন গুয়াহাটি থেকে ফোনে বলে দিলেন, ‘‘ইস্টবেঙ্গল আজ যা খেলেছে তাতে দশ গোলে জিততে পারতাম।’’ গুয়াহাটি স্টেডিয়ামে এ দিন হাজার ছয়েক সমর্থক এসেছিলেন ম্যাচ দেখতে। বাংলাদেশি ক্লাবের বিরুদ্ধে কলকাতার বড় দলকেই তাঁরা গোটা ম্যাচে উৎসাহ দিয়ে গিয়েছেন। সেটাও লাল-হলুদ ফুটবলাদের উজ্জীবিত করেছে বলে দাবি রঞ্জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Win Bordoloi trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE