Advertisement
২৪ মার্চ ২০২৩
Sports News

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইস্টবেঙ্গল ডিফেন্ডার আনোয়ার আলি

আই লিগের বাকি আর মাত্র একটি ম্যাচ। তার আগে ইস্টবেঙ্গলের অনুশীলন চলছিল। মঙ্গলবার অনুশীলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ইস্টবেঙ্গলের পঞ্জাবি ডিফেন্ডার আনোয়ার আলি।

আনোয়ার আলি। ছবি: ফেসবুক।

আনোয়ার আলি। ছবি: ফেসবুক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১৮:৪৫
Share: Save:

আই লিগের বাকি আর মাত্র একটি ম্যাচ। তার আগে ইস্টবেঙ্গলের অনুশীলন চলছিল। মঙ্গলবার অনুশীলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ইস্টবেঙ্গলের পঞ্জাবি ডিফেন্ডার আনোয়ার আলি। সেই নিয়েই পুরো অনুশীলন করেন তিনি। ড্রেসিংরুমে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। অস্বস্তি হচ্ছিল তাঁর। ক্লাবের ফিজিও ও ডাক্তার সাময়িক দেখে তাঁকে ছেড়ে দেন। ফেরার পথে গাড়ির মধ্যেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যিস সঙ্গে ছিলেন তাঁরই সতীর্থ গুরবিন্দর সিংহ। তিনিই সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে আনোয়ারকে নিয়ে যান বেসরকারি এক হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। তখনই জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি।

Advertisement

আরও খবর: ডোপ টেস্টে ধরা পড়লেন ভারতীয় ফুটবলের সেরা গোলকিপার সুব্রত পাল

হাসপাতালে আনোয়ার আলির সঙ্গে তাঁর সতীর্থরা। মোহনবাগানের শেহনাজ, বিক্রমজিৎ, বলবন্ত সিংহ ও রাকেশ মাসি। রয়েছেন ইস্টবেঙ্গলের গুরবিন্দর সিংহও। ছবি: ফেসবুক।

মায়োকার্ডিয়াক ইসেমিক অ্যাটাক, একধরণেই হার্ট অ্যাটাক। অ্যা়ঞ্জিও গ্রাম করা হয়েছে আনোয়ারের। আপাতত তিনি স্থিতিশীল। আজকেরদিন তাঁকে ডাক্তারদের তত্ত্বাবধানে থাকতে হবে। অবস্থা দেখে ছেড়ে দেওয়া হতে পারে বুধবার। যা অবস্থা তাতে নিয়ম মেনে চললে পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারবেন তিনি। ক্লাবের তরফে ই-মেল করে জানানো হয়েছে অ্যাঞ্জিওগ্রামের পর তাঁর হৃদযন্ত্রে কোনও বড় সমস্যা পাওয়া যায়নি। ফেডারেশন কাপের আগে সুস্থ হয়ে উঠবেন আনোয়ার।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.