আই লিগের শেষ ম্যাচে মুম্বই এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে স্বস্তি ফিরেছিল ইস্টবেঙ্গলে। কিন্তু কটকে ফেডারেশন কাপে অভিযান শুরু করার আগে ফের উদ্বেগ বাড়ছে লাল-হলুদ শিবিরে!
আজ, বৃহস্পতিবার সকালের উড়ানে ভুবনেশ্বর রওনা হচ্ছেন মেহতাব হোসেন, ওয়েডসন আনসেলমে-রা। এ দিন সকালে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনের পরে প্রাক্তন তারকা মনোরঞ্জন ভট্টাচার্য বললেন, ‘‘মরসুমের শেষে চোটের কবলে একাধিক ফুটবলার। ফেডারেশন কাপের আগে যা আমাদের উদ্বেগ বাড়াচ্ছে।’’
মঙ্গলবার সকালে সেন্ট্রাল পার্কে চোট পেয়েছিলেন দুই বিদেশি ইভান বুকেনিয়া এবং ওয়েডসন। দু’জনের কেউ-ই এ দিন প্র্যাকটিস করেননি। এ ছাড়াও সামান্য চোট রয়েছে, ডেভিড, লালরিনডিকা রালতে-সহ একাধিক ফুটবলারের। মনোরঞ্জন বলছিলেন, ‘‘ফেডারেশন কাপ দেশের অন্যতম সেরা টুর্নামেন্ট। যারা আছে তাদের নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতে হবে।’’