Advertisement
E-Paper

প্র্যাকটিসে জ্ঞান হারালেন ইস্টবেঙ্গল গোলকিপার

খুব অল্প সময়ের জন্য হলেও হঠাৎ করেই বারো বছর আগের জুনিয়রের স্মৃতি উস্কে দিয়েছিলেন ইস্টবেঙ্গল গোলকিপার দিব্যেন্দু সরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৫:০৩
দিব্যেন্দু সরকার

দিব্যেন্দু সরকার

খুব অল্প সময়ের জন্য হলেও হঠাৎ করেই বারো বছর আগের জুনিয়রের স্মৃতি উস্কে দিয়েছিলেন ইস্টবেঙ্গল গোলকিপার দিব্যেন্দু সরকার।

মঙ্গলবার সকালে হাওড়া স্টেডিয়ামে প্র্যাকটিস চলছিল মর্গ্যানের টিমের। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন মহম্মদ রফিকরা। আচমকা একটা বল ধরতে গিয়ে গুরবিন্দর সিংহের সঙ্গে ধাক্কা লাগে দিব্যেন্দুর। বল লাগে মাথায়। কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন লাল-হলুদের তরুণ কিপার। প্রথমে সবাই ভয় পেয়ে গেলেও কিছু পরেই জ্ঞান ফিরে আসে দিব্যেন্দুর। তাঁকে ড্রেসিংরুমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন। মাঠে ক্লাবের নিজস্ব অ্যাম্বুল্যান্স রয়েছে। তবে দিব্যেন্দু সুস্থ হয়ে ওঠায় তার দরকার পড়েনি। পরের দিকে তাঁর সিটি স্ক্যান করা হয়। ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল বলছিলেন, ‘‘এ রকম ঘটনা ফুটবল মাঠে ঘটতেই পারে। লক্ষ রাখতে হবে, ঘনঘন ঘটছে কি না! সেটা হলে কিন্তু ক্ষতিকর।’’

এ ধরনের সমস্যায় এএফসি-র নির্ধারিত কিছু নিয়ম রয়েছে। যেটা ফুটবলারদের মেনে চলতে হয়। দিব্যেন্দুকেও আগামী ছ’দিনের একটা নিয়মের তালিকা করে দেওয়া হয়েছে। যেমন, প্রথম দিন পুরো বিশ্রাম, তার পর ধীরে ধীরে জগিং। ছ’দিন পর সব ঠিক থাকলেই প্র্যাকটিসে নামতে পারবেন দিব্যেন্দু। ইস্টবেঙ্গলের সহ-সচিব ও ডাক্তার শান্তিরঞ্জন দাশগুপ্ত বললেন, ‘‘মাথায় একটা ঝাঁকুনি লাগলে এ রকম হয়। তবে সাবধান না হলে জুনিয়রের মতো ঘটনাও ঘটতে পারে। তাই দিব্যেন্দুর সব রকম টেস্ট হচ্ছে। এএফসি-র নিয়মে যা বলা রয়েছে, তাই মেনে চলা হচ্ছে। তবে সিটি স্ক্যানের রিপোর্ট ঠিকই আছে। চিন্তার কারণ নেই।’’

এ দিকে মোহনবাগান এ দিন রেলওয়ে এফসি-র সঙ্গে প্র্যাকটিস ম্যাচে ২-০ জিতেছে। ড্যারেল ডাফি এ দিনও গোল করেন। কলকাতা লিগে বাগানের প্রথম ম্যাচ শনিবার এরিয়ানের বিরুদ্ধে। সেই ম্যাচে দ্বিতীয় বিদেশি ড্যানিয়েল সিবর্নকে পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভিসা সমস্যা মিটিয়ে বাগানের ব্রিটিশ ডিফেন্ডার সম্ভবত বৃহস্পতিবার শহরে পৌঁছবেন। প্রথম ম্যাচের মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে।

মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ২-১ হারাল টালিগঞ্জ অগ্রগামী। টালিগঞ্জের হয়ে দু’ গোল আলফ্রেড এবং সুরাবুদ্দিনের। জর্জের একমাত্র গোলটি করেছেন শুভ কুমার।

আটলেটিকো নিয়ে আজ সভা বাগানে: আইএসএলের ম্যাচ কি কলকাতায় খেলতে পারবে আটলেটিকো?

আজ বুধবার হয়তো ছবিটা কিছুটা হলেও পরিষ্কার হতে পারে। মোহনবাগান মাঠে সকাল সাড়ে দশটায় এই নিয়ে বৈঠক হওয়ার কথা আইএসএল এবং আটলেটিকো কলকাতার কর্তাদের। থাকবেন বাগান কর্তারাও। এমনকী আইএসএলের টেলিভিশন পার্টনারও এই বৈঠকে উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে। সবাই মিলে প্রথমে মাঠ ঘুরে দেখবেন। কী ভাবে মোহনবাগান মাঠকে অল্প সময়ের মধ্যে, কী উপায়ে আইএসএলের ম্যাচ করার উপযোগী করা যায় সে সব বিষয়ে আলোচনা হবে। মোহনবাগান মাঠের পর আইএসএল কর্তৃপক্ষ বারাসত স্টেডিয়ামও যেতে পারেন।

East Bengal goalkeeper
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy