সুপার কাপে খেলা নিয়ে বিভাজন স্পষ্ট হল ইস্টবেঙ্গল অন্দরমহলে। পরের মরসুমে আইএসএলে খেলা নিয়েও লাল-হলুদ কর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার দূরত্ব বাড়ছে।
ক্লাব কর্তাদের একাংশ মরিয়া আইএসএলে খেলতে। কিন্তু বিনিয়োগকারী সংস্থা এখনও ইতিবাচক ইঙ্গিত দেয়নি। ফলে আইএসএলে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই পরিস্থিতিতে বিনিয়োগকারী সংস্থার প্রধানকে চিঠি লিখলেন ইস্টবেঙ্গল সচিব।
১১ এপ্রিল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সচিবের সঙ্গে আলোচনায় বসেন ইস্টবেঙ্গলের দুই প্রতিনিধি। বৈঠকেই ফেডারেশনের কর্তারা সরাসরি বলেন পরের মরসুমে ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে কি না জানাতে হবে। যাতে তাঁরা আইএসএলের আয়োজকদের সঙ্গে কথা শুরু করতে পারেন।