Advertisement
০৭ মে ২০২৪

প্রথম দলে হয়তো সামাদ

রাইট ব্যাক ফানাইয়ের কুঁচকিতে চোট। তাঁর জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে খেলতে পারেন সামাদ আলি মল্লিক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৪:৩৭
Share: Save:

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তাই সোমবার ঘরের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল।

সেই ম্যাচ খেলতে নামার চব্বিশ ঘণ্টা আগে লাল-হলুদ শিবিরের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক বলছেন, ‘‘প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় সোমবারই মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছি। সেখান থেকে তিন পয়েন্ট চাই।’’

ভেস্তে যাওয়া ম্যাচে টালিগঞ্জ অগ্রগামী কিন্তু ইস্টবেঙ্গল রক্ষণ ভেঙে গোল করে গিয়েছিল। এ দিন সেই প্রসঙ্গ উঠলে সুভাষ ভৌমিক বলছেন, ‘‘আমার দলের রক্ষণের পারফরম্যান্সে আমি খুশি। টালিগঞ্জ সে দিন ওই গোলটার আগে ইস্টবেঙ্গল রক্ষণে কোনও ভীতি সঞ্চার করেনি। কী ভুল হয়েছিল, সে ব্যাপারে ছেলেদের বুঝিয়ে দিয়েছি।’’

রাইট ব্যাক ফানাইয়ের কুঁচকিতে চোট। তাঁর জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে খেলতে পারেন সামাদ আলি মল্লিক। জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি ফরোয়ার্ড জোবি জাস্টিন। সুভাষ ভৌমিকের দলের বিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশে কোনও বিদেশি নেই। সুভাষ বলছেন, ‘‘কলকাতা লিগে বিদেশির চেয়েও স্থানীয় ফুটবলাররা ভয়ঙ্কর হয়ে ওঠে। কাজেই পুলিশ দলকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্নই নেই।’’ রবিবার মাঝরাতে কলকাতায় আসার কথা লাল-হলুদ শিবিরের কোস্তা রিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টার। তবে এই বিদেশিকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ইস্টবেঙ্গল টিডি। বলেন, ‘‘মাঠে নামুক অ্যাকোস্টা। তার পরে মন্তব্য করা যাবে।

সোমবার কলকাতা লিগ

ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশ (ইস্টবেঙ্গল, ৪-৩০)। সরাসরি সাধনা চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal Football Calcutta Football League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE