Advertisement
E-Paper

ছক বদলে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

উইলিস প্লাজাকে ডার্বি হারের জন্য খলনায়ক বানিয়ে ‘ফিরে যাও’ স্লোগান নেই। লাল-হলুদ শিবিরে ক্যারিবিয়ান স্ট্রাইকার বাড়ি ফেরার সময় সমর্থকদের বিলিয়ে দিয়ে গেলেন শনিবারের ম্যাচের টিকিট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৪:৫৭
মহড়া: লাজং ম্যাচের প্রস্তুতিতে মগ্ন কাতসুমি, আল  আমনা ও এদুয়ার্দো। ছবি: সুদীপ্ত ভৌমিক

মহড়া: লাজং ম্যাচের প্রস্তুতিতে মগ্ন কাতসুমি, আল  আমনা ও এদুয়ার্দো। ছবি: সুদীপ্ত ভৌমিক

ঘরের মাঠে ফের অনুশীলন শুরু হতেই বদলে গিয়েছে ছবিটা!

আর উইলিস প্লাজাকে ডার্বি হারের জন্য খলনায়ক বানিয়ে ‘ফিরে যাও’ স্লোগান নেই। লাল-হলুদ শিবিরে ক্যারিবিয়ান স্ট্রাইকার বাড়ি ফেরার সময় সমর্থকদের বিলিয়ে দিয়ে গেলেন শনিবারের ম্যাচের টিকিট। বললেন, ‘‘মোটিভেশন কমেনি। কিন্তু ভাগ্য খারাপ তাই গোল হচ্ছে না।’’

শুক্রবার সকালের লাল-হলুদ শিবিরে নেই রুদ্ধদ্বার অনুশীলনও। এমনকি বদলে গিয়েছে গত রবিবারের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশের রক্ষণও। গুরবিন্দর সিংহের জায়গায় স্টপারে এদুয়ার্দোর সঙ্গী এত দিন দলের বাইরে থাকা অর্ণব মণ্ডল। সেন্ট্রাল মিডফিল্ডে নেই কাতসুমিও। তিনি সরে গিয়েছেন রাইট উইংয়ে। শনিবার বারাসতে লাজং এফসি ম্যাচের আগে এটাই ছবি ইস্টবেঙ্গলের।

কিন্তু সব বদলে গেলেও খালিদ জামিল রয়েছেন খালিদ জামিলেই। তাঁর সব ‘তুকতাক’ সঙ্গে নিয়ে। নমুনা, এ দিনও ইস্টবেঙ্গল তাঁবুর ক্যাফেটেরিয়ার দিকে প্রবেশদ্বার বন্ধ রইল সকালে। এমনকি যে সাংবাদিক সম্মেলন কক্ষ অনুশীলন শেষ হওয়ার পরে খালিদের অস্থায়ী আস্তানা, তার সামনে প্রচারমাধ্যমের কর্মীরা দাঁড়ালে ইস্টবেঙ্গল কোচ ক্লাবকর্মীদের পাঠিয়ে তাঁদের সরে যেতে বলেন। তাঁবুতে কান পাতলে শোনা যাচ্ছে এটি খালিদের ‘তুকতাক’-এর ঝুলিতে নতুন আমদানি।

তবে এ সব খালিদের সংস্কার বা কুসংস্কার যা-ই হোক না কেন, ইস্টবেঙ্গল কোচ এটা বুঝেছেন যে শনিবার লাজং এফসি-র বিরুদ্ধেও জয় না এলে চাপ বাড়বে তাঁর দলে। আই লিগে এখনও পর্যন্ত জয় আসেনি কাতসুমিদের। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দশ দলের আই লিগে ছয় নম্বরে ইস্টবেঙ্গল। সেখানে সমসংখ্যক ম্যাচে পর পর দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শিলং-এর দলটি।

তাই জয়ের জন্য মরিয়া খালিদ জামিল অতীত ভুলে নতুন ভাবে ঝাঁপাচ্ছেন। এ দিন সকালে অনুশীলন শুরু হওয়ার আগে গোটা দলের সামনে পাঁচ মিনিটের বক্তৃতাও দিলেন। যেখানে তিনি মহম্মদ আল আমনা, কাতসুমিদের বলেন, ‘‘ভুলে যাও অতীত। মনে কর, লাজং ম্যাচ দিয়েই ষোলো ম্যাচের আই লিগ শুরু করছ তোমরা। ঘরের মাঠে ম্যাচ জিততেই হবে।’’ পরে বিকেলে সাংবাদিক সম্মেলনে বললেন, ‘‘লাজং-এর শেষ ম্যাচ দেখেছি। আশা করছি, তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারব।’’

খালিদের যে ভাষণ শুনে বাড়ি ফেরার সময় অনুপ্রাণিত আমনা বলে গেলেন, ‘‘শনিবার জিততেই হবে। দলের কাছে এটা ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ শুরুটা ভাল হয়নি।’’

শনিবারে: আই লিগ

গোকুলাম কেরল এফসি বনাম নেরোকা এফসি (কোচিতে খেলা শুরু দুপুর দু’টোয়)
ইস্টবেঙ্গল বনাম শিলং লাজং এফসি (বারাসতে খেলা শুরু বিকেল সাড়ে পাঁচটা।

সব খেলাই সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস টু চ্যানেলে

এ দিন সকালের অনুশীলনেও স্পষ্ট, জয়ে ফিরতে মরিয়া খালিদ লাজং-এর বিরুদ্ধে বদলে ফেলছেন তাঁর প্রিয় ৪-১-৪-১ ছক। শোনা যাচ্ছে, এই ছকে মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণে একা পড়ে যাওয়ায় সরাসরি খালিদের সামনে নাকি অসন্তোষ ব্যক্ত করেন প্লাজা। তাই আই লিগের প্রথম তিন পয়েন্ট ঘরে তুলতে এ বার আক্রমণে উইলিস প্লাজা এবং চার্লস ডি’সুজা-কে নিয়ে ৪-৪-২ ছকেই ঘুঁটি সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। খালিদের যে রণনীতিতে লেফটব্যাকে সালামরঞ্জন সিংহ, রাইট ব্যাক লালরাম চুলোভা। সেন্ট্রাল মিডফিল্ডে আমনার সঙ্গী হতে পারেন অশোকনগরের প্রকাশ সরকার। অন্য দিকে, খালিদের প্রতিপক্ষ লাজং এফসি এ দিন বিকেলে অনুশীলন করল বারাসতে। তাদের আইভরিয়ান ফরোয়ার্ড আবদুল্লায়ে কোফি ছাড়া দলে কোনও চোট-আঘাত নেই। কোচ ববি নংগবেট বলছেন, ‘‘বারাসতে কৃত্রিম ঘাসের মাঠে খেলা হওয়ায় কিছুটা সুবিধা আমাদের। কারণ শিলংয়েও একই ধরনের মাঠে খেলি আমরা। ইস্টবেঙ্গলের খেলা টিভিতে দেখেছি। বেশ শক্তিশালী দল ওরা।’’

Football East Bengal Shillong Lajong ইস্টবেঙ্গল শিলং লাজং এফসি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy