বুধবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন করে আই লিগের জন্য নতুন দুই বিদেশি কাটসুমি উসা এবং চার্লস ডি’সুজার হাতে লাল-হলুদ জার্সি তুলে দিল ইস্টবেঙ্গল। তবে, জার্সি তুলে দেওয়া হলেও, এখনও জার্সির নম্বর ঠিক হয়নি এই দুই বিদেশির। তাই নম্বরহীন লাল-হলুদ জার্সিই তুলে দেওয়া হল দু’জনের হাতে। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব কল্যাণ মজুমদার এবং কোষাধক্ষ্য দেবদাস সমাজদার।