সুপার কাপ খেলতে চায় না ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা। লাল-হলুদ কর্তারা আবার খেলার পক্ষে। এ নিয়ে দু’ তরফে তৈরি হয়েছিল মতপার্থক্য।
সুপার কাপ না খেলা নিয়ে যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার জন্যই সোমবার কার্যকরী সমিতির মিটিং ডাকা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবতাঁবুতে। মিটিংয়ের শেষে কর্তারা জানাচ্ছেন, কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ্যাককে চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে।