বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে যাওয়ার চব্বিশ ঘণ্টা আগে চোটের জন্য ছিটকে গেলেন উইলিস প্লাজা।
আইজল এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে ৬৬ মিনিটে উঠে গিয়েছিলেন প্লাজা। বুধবার মাঠে এলেও অনুশীলন করেননি ত্রিনিদাদ ও টোব্যাগোর জাতীয় দলের স্ট্রাইকার। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকেই চলে যান এমআরআই করাতে। সঙ্গে ছিলেন ডিফেন্ডার রাহুল ভেকে। তিনিও চোট পেয়েছিলেন আইজলের কৃত্রিম ঘাসের মাঠে।
এ সব দেখে ফুটবলারদের বাঁচাতে উদ্যোগী হয়েছেন ক্লাব কর্তারা। বারাসতের পরিবর্তে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আই লিগের ম্যাচ খেলার ভাবনা শুরু হয়েছে লাল-হলুদ শিবিরে। বুধবার সকালে ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সাড়ে আটটায়। কিন্তু ওয়েডসন আনসেলমে, মেহতাব হোসেন-দের নিয়ে কোচ মর্গ্যান মাঠে নামলেন প্রায় ঘণ্টা খানেক পরে! তার কারণ, আইজল এফসি-র বিরুদ্ধে হারের ধাক্কায় মানসিক ভাবে বিধ্বস্ত ফুটবলারদের চাঙ্গা করতে ড্রেসিংরুমে ক্লাস নিচ্ছিলেন তিনি। রুদ্ধদ্বার বৈঠকের শেষে মর্গ্যান বললেন, ‘‘ফুটবলাররা বেঙ্গালুরুকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছে।’’