Advertisement
১১ মে ২০২৪

গোলাপি বলের ফাইনালে ইস্টবেঙ্গল-কালীঘাট

বৃষ্টির জন্য মঙ্গলবার এক বলও খেলা হল না সুপার লিগের কোনও ম্যাচে। ফলে এই দুই দলের ম্যাচই ড্র হয়ে যায় ও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দুই দলই তিন পয়েন্ট করে পেয়ে যাওয়ায় তারা চলে গেল ফাইনালে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৪:০৭
Share: Save:

বাধ সাধল বৃষ্টি। গতবারের ফাইনালের রিপ্লে হওয়ার উপক্রম হয়েছিল এ বারও। কিন্তু তা হতে দিল না প্রকৃতি। সিএবি সুপার লিগের ফাইনালে ইস্টবেঙ্গল বনাম কালীঘাট।

বৃষ্টির জন্য মঙ্গলবার এক বলও খেলা হল না সুপার লিগের কোনও ম্যাচে। ফলে এই দুই দলের ম্যাচই ড্র হয়ে যায় ও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দুই দলই তিন পয়েন্ট করে পেয়ে যাওয়ায় তারা চলে গেল ফাইনালে। শনিবার থেকে ইডেনে গোলাপি বলে দিন-রাতের ফাইনাল। তবে সেই ম্যাচও বৃষ্টিতে ভেসে যাবে কি না, এখন সেই আশঙ্কায় সিএবি।

আগের দিনই দ্বিতীয় ইনিংসে ১৭১-৪ তুলে ফেলেছিল ইস্টবেঙ্গল। তাদের জেতার টার্গেট ছিল ২৯২। অর্থাৎ আর ১২১ রান প্রয়োজন ছিল মঙ্গলবার শেষ দিনে। ৭৯ রানের পার্টনারশিপ গড়ে ক্রিজে ছিলেন কৌশিক ঘোষ ও শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সারা দিন ম্যাচ হলে সেই রান তুলে ফেলতে পারতেন বলেই দাবি দু’জনের।

ফাইনালে ওঠার জন্য অবশ্য এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই চলত ইস্টবেঙ্গলের। কিন্তু দ্বিতীয় ইনিংসে মোহনবাগান ১১৮-য় অল আউট হয়ে যাওয়ায় তারা জয়ের কাছাকাছি চলে আসে। অন্য দিকে মোহনবাগান শিবিরের আফসোস, ইস্টবেঙ্গলকে ফলো অন করানোই তাদের বড় ভুল হয়েছে। প্রথম ইনিংসে ৩৩২-৯-এ ডিক্লেয়ার করার পর ইস্টবেঙ্গলকে যখন ১৫৯ রানে অল আউট করে দিয়ে ফলো অন করানোর সুযোগ ছিল। অশোক ডিন্ডার দেরি করে মাঠে আসা নিয়েও ক্লাব আর বিতর্ক বাড়াতে চাইছে না। তাঁর ট্রাফিক জ্যামে আটকে যাওয়ার যুক্তিই মেনে নিচ্ছে ক্লাব।

অন্য দিকে ভবানীপুর ক্লাবও ফাইনালের একেবারে দোরগোড়া থেকে ফিরে এল অন্য ম্যাচে কালীঘাট ক্লাব প্রথম ইনিংসে তপন মেমোরিয়ালের চেয়ে এগিয়ে থাকায়। এ দিন সারা দিন খেলা হলে তারাও হয়তো ম্যাচটা জিতে ফাইনালে উঠে যেতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE